রবিবার ● ২৬ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ » নান্দাইলে পূর্ব শত্রুতার জেরে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা : আটক-১
নান্দাইলে পূর্ব শত্রুতার জেরে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা : আটক-১
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ::ময়মনসিংহের নান্দাইলে পূর্ব শত্রুতার জেরে কলেজ ছাত্র তারিফ হাসান হৃদয় (১৯)কে ছুরিকাঘাতে শনিবার গভীর রাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহীন (১৯) নামের এক জনকে আটকের পাশাপশি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।
আজ রবিবার ২৬ মে দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে পুলিশ। নিহত তারিফ হাসান হৃদয় স্থানীয় খুুররম খান চৌধুরী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।
নান্দাইল মডেল থানার মামলা সূত্রে পুলিশ জানায়, নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামের তারিফ হাসান হৃদয়ের বাড়ি থেকে কিছুদিন পূর্বে একটি মোবাইল চুরি হয়। মোবাইলটি নিহত হৃদয়ের চাচাতো ভাই মামলার ১নং আসামী মো. ইলিয়াছ উদ্দিন তার এক প্রেমিকাকে উপহার দেন। পরবর্তীতে চাচাতো ভাইয়ের ওই প্রেমিকার কাছ থেকে থেকে সাত হাজার টাকা দিয়ে হৃদয় মোবাইলটি উদ্ধার করে নিয়ে আসে। এ নিয়ে উভয়ের মাঝে মনোমালিন্য চলতেছিলো।
শনিবার (২৫) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ির পার্শ্বে ছুরিকাঘাত অবস্থায় তারিফ হাসান হৃদয়ের মরদেহ পাওয়া যায়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় খবর পাঠানো হলে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনার পর নিহতের ভাই মাজহারুল ইসলাম বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় থানায় মামলা দায়েরের পাশাপাশি শাহীন নামের এক জনকে আটক করা হয়েছে।