রবিবার ● ২৬ মে ২০১৯
প্রথম পাতা » পাবনা » বড়াল নদীর উপর পাকা সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন
বড়াল নদীর উপর পাকা সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি ::পাবনার চাটমোহর পৌরসদরের নতুন বাজার খেয়াঘাট পয়েন্টে বড়াল নদীর উপর পাকা সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। পাবনা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন এবং চাটমোহরের কৃর্তি সন্তান এলজিইডি’র প্রকল্প পরিচালক প্রকৌশলী মমিন মজিবুল হক সমাজী ওরফে টুটুল সমাজী নতুন বাজার খেয়াঘাট পয়েন্টে পাকা সেতু নির্মাণ প্রকল্প অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকল্প অনুমোদনের সংক্রান্ত চিটি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ পাবনা জেলার চাটমোহর উপজেলাধীন চাটমোহর আরএন্ডএইচ (কুমারগাড়া)-মির্জাপুর জিসিএম ভায়া নুরনগর রাস্তায় জনতা ব্যাংকের সন্মুখে ৩০ মিটার চেইনেজে বড়াল নদীর উপর ৪৫ মিটার দৈর্ঘ্য পাকা সেতুটি নির্মাণ করবে। সেতু নির্মাণ প্রকল্পটি বর্তমানে টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। চলতি বছরের শেষের দিকে সেতু নির্মাণ প্রকল্পটি সম্পন্ন হবে মর্মে আশা করা যাচ্ছে।