শনিবার ● ৯ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » ২দিন ব্যাপী পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু
২দিন ব্যাপী পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু
ষ্টাফ রিপোর্টার : নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) ও Skill100.com এর যৌথ আয়োজনে ২দিন ব্যাপী “রুপান্তরমূলক নেতৃত্ব এবং কার্যকর দল গঠন” শীর্ষক পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ জানুয়ারী ২০১৬ ইংরেজি তারিখ হোটেল প্রিন্স এর সম্মেলন কক্ষে (৪র্থ তলায়) রাঙামাটি জেলা অনলাইন প্রেসক্লাবের ব্যবস্থাপনায় বাংলাদেশে প্রথবারের মত ২৫টি নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদকদের নিয়ে ২ দিনের এই প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করা হবে।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছেন তরুন প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ , পিএইচডি ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও কর্মশালার উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন।
বিশেষঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ মফিজ আহম্মেদ, জেলা সহকারী পুলিশ সুপার মোঃশহিদুল্লাহ,রাঙামাটি চারুকলা একাডেমী অধ্যক্ষ রতি কান্ত তনচংগা,বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট) রাঙামাটি ইউনিট এর কো-অর্ডিনেটর এডভোকেট জুযেল দেওয়ান।
গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সভাপতি শামসুল আলম স্বপন,বিশেষ বক্তা হিসাবে উপস্থিত আছেন কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী।
এছাড়া আগামীর বাংলাদেশ এর প্রকাশও সম্পাদক শেখ সাইফুউদ্দীন আহমেদ,প্রকাশও প্রধান সম্পাদক সিএইচটিমিডিয়াটুয়েন্টিফোর ডটকমএর নির্মল বড়ুয়া মিলন, সিবিএন এর সম্পাদক অধ্যপক আকতার চৌধুরী,দিনাজপুর নিউজ এর প্রকাশক রোকমুনুরজামান রনি, বাংলা সময় .কম এর সম্পাদক প্রদীপ বড়ুয়া জয়, সিএইচটিটিভি এর প্রকাশক ও সম্পাদক জুঁই চাকমা,কক্সবাজার টাইমসএর সম্পাদক ইসলাম মাহমুদ,নিউজ কক্স ২৪.কম সম্পাদক দুলাল বড়ুয়া,সিএইচটিটাইমস এর সম্পাদক লুৎফর রহমান উজ্জল,একুশ শতক এর প্রকাশক রাশিদুল হাসান,আজাদী নিউজ প্রকাশক ও সম্পাদক মোকতাদের আজাদ,অনাবিল.নেট এর প্রকাশক ইঞ্জিনিয়ার সরকার রুহুল আমিন,রাউজান নিউজ ২৪. এর প্রকাশক মোঃ কামরুল ইসলাম বাবু , সম্পাদক আমির হামজা,সিএইচটিফাষ্টনিউজ এর প্রকাশক ও সম্পাদক বিপ্লব চাকমা,রাঙামাটি জেলা অনলাইন প্রেসক্লাবের কাজী আব্দুর রউফ, মোঃ আব্বাস উদ্দিন চৌধুরী, সুলতান আহমদ, হালিমা আক্তার,আবুল কাসেম,রফিক আহম্মেদ,জুযেল দাশ,মোঃ ওমর ফারুক, সব বিনোদন এর সম্পাদক সুশান্ত কুমার সরকার,পিপলস নিউজ এর প্রকাশক ও সম্পাদক মোঃ সোহেল রানা খবর বিতান এর সম্পাদক আব্দুল্লাহ নয়ন ও কক্সবাজার মেসেজ এর সম্পাদক মোঃ উর রহমান মাসুদ প্রমুখ প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন রাঙামাটি জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন।
প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধনী অনুষ্ঠানে সংবাদকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন।
প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধনী অনুষ্ঠান সূচিতে অংশগ্রহন কারীদের ফুলের ষ্টিক দিয়ে সবাইকে বরন, আসন গ্রহণ ও পরিচিতি,অতিথিদের ব্যাচ পরানো,ধর্মীয় গ্রন্থ পাঠ, স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ পরিচালনা কমিটির কো-সদস্য সচিব আব্বাস উদ্দিন চৌধুরী,বিশেষ বক্তা আকতার চৌধুরী, গেষ্ট অব অনার শামসুল আলম স্বপন, অনুষ্ঠানের সভাপতির বক্তব্য, অতিথি বৃন্দকে ক্রেষ্ট প্রদান,প্রধান অতিথির বক্তব্য,ফটোসেশন,চা চক্র ও আপ্যায়ন ইত্যাদি।