মঙ্গলবার ● ২৮ মে ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » নান্দাইলে ট্রাক উল্টে চাপা পড়ে ইমামের ফজরের নামাজ পড়ানো হলোনা
নান্দাইলে ট্রাক উল্টে চাপা পড়ে ইমামের ফজরের নামাজ পড়ানো হলোনা
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের নান্দাইল থানা মসজিদের দ্বিতীয় ইমাম মৌলানা আঃ হালিম (৫৫) সাইকেল চালিয়ে বাড়ী থেকে মসজিদে ফজরের নামাজ পড়াতে আসার সময় নান্দাইল মডেল থানার মাড়ে দ্রুতগামী একটি ট্রাক (বগুড়া - ড - ১১- ২০৪১) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
আজ মঙ্গলবার ২৮ মে সেহরির পর ভোর রাতে নান্দাইল মডেল থানার মোড়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,নান্দাইল উপজেলার ধরুয়া গ্রামের বাসিন্দা ও নান্দাইল থানা মসজিদের দ্বিতীয় ইমাম মৌলানা আঃ হালিম সেহেরি খাবার খেয়ে নিজ বাড়ি থেকে মঙ্গলবার ভোর রাতে সাইকেল চালিয়ে মসজিদে আসার সময় নান্দাইল মডেল থানার মাড়ে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তাকে চাপা দিলে ট্রাকের নীচে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে উল্টে যাওয়া ট্রাকের নীচ থেকে তার মরদেহ উদ্ধার করে।
এদিকে দূর্ঘটনার পর পরই নান্দাইল উপজেলা পরিষদের সামনে ব্রীজের মোড় বাস ষ্ট্যান্ড থেকে ওই ট্রাকের হেলপারকে পুলিশ আটক করেছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,দূর্ঘটনাকবলিত ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি চলছে।