শনিবার ● ৯ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » জনদুর্ভোগ » ভূমিমন্ত্রীর পুত্র রানা শরীফ সড়ক দূর্ঘটনায় নিহত
ভূমিমন্ত্রীর পুত্র রানা শরীফ সড়ক দূর্ঘটনায় নিহত
তামিমুল ইসলাম তামিম :: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি’র মেঝ ছেলে রানা শরীফ আজ টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে সড়ক দুর্ঘটনায় নিহত হন ৷ রানা শরীফ তার স্ত্রী ও দুজনকে সাথে নিয়ে তার চিকিত্সার জন্য মাইক্রোবাস যোগে ঢাকা যাচ্ছিলেন৷ বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর এর আগে রাতে ঘটে যাওয়া স্থানে পৌঁছালে কুয়াশায় তাদের গাড়ী আটকে যায়৷ সেই মুহূর্তে পিছন থেকে আসা গাড়ী সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় এবং গাড়িটি দুর্ঘটনার শিকার হয়৷ টাঙ্গাইল জেনারেল হাসপাতলে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিত্সক সকাল ১১.৩০ টায় তাকে মৃত ঘোষণা করেন৷ রানার মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে দুপুর ১ টায় পাবনার ঈশ্বরদীর দিকে রওয়ানা দেয়৷ এসময় ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ভূমিমন্ত্রীর এপিএস বশির আহমেদ বকুল, মরহুমের স্ত্রী ও আত্মীয়স্বজন সাথে রয়েছেন৷ মরহুমের মরদেহ আজ ঈশ্বরদী লক্ষ্মিকুন্ডা নিজ বাড়ির পারিবারিক গোরস্তানে দাফন করা হয়৷ ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি’র ৫ ছেলে ৫ মেয়ের মধ্যে রানা চতুর্থ ও ছেলেদের মধ্যে মেঝ৷