মঙ্গলবার ● ২৮ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পাসপোর্ট বানাতে এসে রোহিঙ্গা নারীসহ দালাল আটক
বান্দরবানে পাসপোর্ট বানাতে এসে রোহিঙ্গা নারীসহ দালাল আটক
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া ফিফা তথ্য দিয়ে পাসপোর্ট বানাতে আসলে কক্সবাজারের উখিয়া শরণার্থী ক্যাম্পের সুন্দরী রোহিঙ্গা নারী সাইকা আক্তার, দালাল গ্রাম পুলিশ আব্দুল মালেকসহ ৫ জনকে আটক করেছে বান্দরবান সদর থানা পুলিশ ।
আটকৃতরা হলেন- উখিয়া পালংখালী রেজিষ্ট্রার্ড ভুক্ত রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা নারী সাইকা আক্তার, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (চৌকিদার) আবদুল মালেক, দালাল মো. জোবাইর , ছৈয়দ হোসেন ও এলেম খাতুন ।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নাইক্ষংছড়ি উপজেলা থেকে নকল কাগজ পত্রসহ বান্দরবান সদরে পাসপোর্ট বানানোর খবর পেয়ে রোহিঙ্গা নারীসহ তিন জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে নাইক্ষংছড়ি থেকে আরও দুইজনকে আটক করা হয়।