বৃহস্পতিবার ● ৩০ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ » কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে শিক্ষক কারাগারে
কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে শিক্ষক কারাগারে
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের তারাকান্দায় কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুধবার (২৯ মে) সন্ধ্যায় শম্ভুগঞ্জ এলাকা থেকে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা হয় এবং অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্কুল শিক্ষক বলরাম ঘোষকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার ৩০ মে দুপুরে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত স্কুল শিক্ষক বলরাম ঘোষকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। তিনি তারাকান্দা উপজেলার গারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও দুই সন্তানের জনক।
পুলিশ,মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাকান্দা উপজেলার গালাগাঁও গ্রাামের ডাক্তার প্রাণেশ চন্দ্র সূত্রধরের কন্যা সদ্য সমাপ্ত এইচএসসি পরিক্ষার্থী (১৮)কে গত ১৮ মে গাবরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দুই সন্তানের জনক বলরাম ঘোষ অপহরণ করে।
পরে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তারাকান্দা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সায়েদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে বুধবার (২৯ মে) সন্ধ্যায় শম্ভুগঞ্জ রেল স্টেশন এলাকার একটি বাসা থেকে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার এবং অপহরণের ঘটনায় জড়িত শিক্ষক বলরাম ঘোষকে গ্রেফতার করা হয়।পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করার পাশাপাশি ওই কলেজ ছাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে(মমেক) স্বাস্থ্য পরীক্ষার পর তার বাবার জিম্মায় দিয়ে দেয়া হয়।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, ওই কলেজ ছাত্রীকে মমেকে স্বাস্থ্য পরীক্ষার পর তার বাবার জিম্মায় দেয়া হয় এবং গ্রেফতার হওয়া স্কুল শিক্ষক বলরাম ঘোষকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় ।