শনিবার ● ১ জুন ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা বিধানে গাইবান্ধা পুলিশের বিশেষ উদ্যোগ
ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা বিধানে গাইবান্ধা পুলিশের বিশেষ উদ্যোগ
গাইবান্ধা প্রতিনিধি :: আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখী উত্তরাঞ্চলের ৮টি জেলার বাসযাত্রীদের রংপুর-বগুড়া মহাসড়কে গাইবান্ধা অংশে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা থেকে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট অংশে যানজট মুক্ত রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা বিধানে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। ঈদের আগে এবং ঈদ পরবর্তী সময়েও পুলিশের বিশেষ তৎপরতা অব্যাহত থাকবে বলে ডিবি পুলিশ সুত্রে জানা গেছে।
উল্লেখ্য, গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার তৎপরতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এই উদ্যোগ গ্রহণ করে। এর পাশাপাশি সাতটি থানার পুলিশ এলাকায় মহাসড়কসহ গুরুত্বপূর্ণ মার্কেট এবং ¯পর্শকাতর এলাকায় আইন শৃংখলা রক্ষায়ও বিভিন্ন তৎপরতা শুরু করেছে। এজন্য মোটরসাইকেল মহড়া দেয়াসহ চালাচ্ছে নিয়মিত চেকপোস্ট ডিউটি।
এছাড়া পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ডে অস্থায়ী যাত্রী ছাউনি তৈরী করে সেখানে পুলিশ কনট্রোল স্থাপনের মাধ্যমে যাত্রীদের বিশেষ করে রাত্রীকালীন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে সিনিয়র সকল পুলিশ কর্মকর্তাসহ সকল ওসিগনের নেতৃত্বে এই ডিউটি ঈদ এবং ঈদ পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে।
ঈদুল ফিতরে ২৯ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফ
গাইবান্ধা :: সুন্দরগঞ্জ উপজলোয় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২৮ হাজার ৮৯৯ জন কার্ডধারী বিশেষ ভিজিএফ সুবিধা পাচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসসুত্রে জানা যায আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বিশেষ বরাদ্দের ২৮ হাজার ৮৯৯ জন কার্ডধারী ১৫ কেজি করে চাল পাবে। ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যার রেশিও অনুযায়ী কার্ড বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে অসহায় পরিবারদের নামের তালিকা করেছেন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।
উপজেলার একটি পৌরসভাসহ ১৭টি ইউনিয়নে ১ হাজার ৫শ’ থেকে ২ হাজার পরিবার এই ভিজিএফ কার্ডের সুবিধা পাবে। ঈদের আগেই কার্ডধারীদের মধ্যে এসব চাল বিতরণ করবেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন ১৮ জুন : প্রার্থীদের মাঝে প্রর্তীক বরাদ্দে জমজমাট প্রচারণা
গাইবান্ধা :: ৫ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন। এই নির্বাচনে অংশ গ্রহণকারিদের মধ্যে বৈধ ১৪ জন প্রার্থীর মাঝে প্রর্তীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঘোষিত তফশীল মোতাবেক গতকাল শুক্রবার ছিল প্রর্তীক রবাদ্দ।
চেয়ারম্যান পদে আশরাফুল আলম সরকার লেবু (নৌকা), আহসান হাবীব খোকন (লাঙল), গোলাম আহসান হাবীব মাসুদ (মোটর সাইকেল), খয়বর হোসেন সরকার মওলা (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে সফিউল আলম (চশমা), শওকত আলী (টিয়াপাখী), আব্দুর রাজ্জাক তরফদার (টিউবয়েল), আল শাহাদত জামান জিকো (তালা), আসাদুজ্জামান মনি (লাঙল), সুরুজিত কুমার সরকার (বৈদুৎতিক বাল্ব)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসনে আরা বেগম (লাঙল), আল্পনা রানী গোস্বামী (ফুটবল) ও উম্মে সালমা (হাঁস), হাফিজা বেগম কাকলী (কলস)।
ঘোষিত তফশীল মোতাবেক ১৮ জুন ভোট গ্রহণ। উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ভোট সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ২১৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৩৪১ ও মহিলা ১ লাখ ৭৩ হাজার ৮৭৭ জন। মোট ভোট কেন্দ্র ১১১টি।
উল্লেখ্য, গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার মো. আলমগীর কবির প্রার্থীদের আবেদন মোতাবেক লটারির মাধ্যমে শুক্রবার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে প্রর্তীক বরাদ্দ করেন। এ সময় সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী উপস্থিত ছিলেন।