শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ৪০ বছর পর শ্মশানের জায়গা বুঝিয়ে দিল প্রশাসন ●   নগদ টাকা ও স্বর্ণালংকার সহ আত্মসাৎকারী নিউটন গ্রেফতার ●   কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি ●   চুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট এন্ড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালা ●   খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান ●   বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ ●   খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ●   মাটিরাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত ●   অদম্য সেরাদের সেরা আইডল অন্বেষণ-২০২৪ শুরু ●   ঘোড়াঘাটে যৌথ বাহিনীর অভিযান অস্ত্রসহ যুবক আটক ●   রাঙমাটি জেলা পরিষদে থেকে আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল করার দাবীতে মানববন্ধন ●   ঈশান তালুকদার মহামুনি বৌদ্ধ বিহারে গুরু আচারিয পূজা ও সংঘদান অনুষ্ঠান সম্পন্ন ●   নবীগঞ্জে মোবাইল চুরির হিড়িক ●   বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিক কারখানায় জনবল সংকট ●   সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে মানুষের ঢল ●   মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেলো ১১৫ জন শিক্ষার্থী ●   বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা ●   বিনা প্রয়োজনে রেললাইন স্টেশন স্থাপনে অর্থ লুটপাট : রেল উপদেষ্টা ●   ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব ●   গাজীপুরে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ●   ঘোড়াঘাটে কারাবরণকৃত নেতাকর্মীদের সাথে বিএনপির মতবিনিময় ●   নবীগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ●   নতুন নির্বাচন কমিশন নাসির উদ্দীন ●   আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগী ●   যমুনা রেলওয়ে সেতুর দ্বার উন্মোচন হতে যাচ্ছে : নির্মাণে ৫০ কোটি টাকা সাশ্রয় ●   ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ●   মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন ●   চুয়েটে রিসার্চ বেজড টিচিং-লার্নিং ফর ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ●   আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
রাঙামাটি, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ জুন ২০১৯
প্রথম পাতা » কৃষি » ঘুর্ণিঝড়ে উড়ে গেছে খামারীর ৩ হাজার কোয়েল পাখি
প্রথম পাতা » কৃষি » ঘুর্ণিঝড়ে উড়ে গেছে খামারীর ৩ হাজার কোয়েল পাখি
রবিবার ● ২ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘুর্ণিঝড়ে উড়ে গেছে খামারীর ৩ হাজার কোয়েল পাখি

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ঘুর্ণিঝড়ে এক খামারীর প্রায় ৩ হাজার কোয়েল পাখি উড়ে গেছে। মারা গেছে প্রায় ৪ শতাধিক। এতে খামারীর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। সিয়াম কোয়েল খামারের ক্ষতিগ্রস্থ মালিক সিরাজুল ইসলাম জানান, শুক্রবার সন্ধায় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এতে তার খামারে থাকা ৬ হাজার কোয়েল পাখির মধ্যে ৩ হাজার পাখি ঝড়ে উড়িয়ে নিয়ে যায়। এসময় বেশ কিছু পাখি মারা যায়। তিনি আরো জানান ব্যাংক থেকে ঋন নিয়ে এ খামারটি করেছিলেন। শেষ পর্ষন্ত তার এই সহায় সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
ঝিনাইদহে ঘাতক চালককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ :: ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় স্কুল ছাত্রীসহ ২ জন নিহত হওয়ার ঘটনায় চালককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার মুক্তিযোদ্ধা মসিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে নিহত স্কুল ছাত্রীর সহপাঠি, শিক্ষক ও এলাকাবাসী অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, সদর থানার ওসি মিজানুর রহমান খান, দোগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ফয়েজ, পদ্মকর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস, হরিশংকরপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষ আলমগীর হোসেনসহ তরিকুল ইসলাম টিপু, আব্দুর রাজ্জাক, মোঃ ওয়াজিউল্লাহ, মোঃ রেজাউল ইসলাম প্রমুখ। বক্তারা, মাইক্রোবাসের চালক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের জিনারুলকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য, গত ২৯ মে সকালে ঢাকা থেকে ঝিনাইদহগামী একটি মাইক্রোবাস পথচারী মুক্তিযোদ্ধা মসিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী তাসমিয়া ও বাই সাইকেল আরোহী রংমিস্ত্রী ইমামুলকে ধাক্কা দেয়। পরে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।


ঝিনাইদহে সড়ক দূঘটনা রোধে অবৈধ যানবাহন নছিমন করিমন ও ইজিবাইক জব্দ

ঝিনাইদহ :: ঝিনাইদহ মহাসড়কে নছিমন, করিমন, ইজিবাইক গাড়ী চলাচল করায় প্রায় অর্ধশত যানবাহন জব্দ করেছে জেলা ট্রাফিক পুলিশ। বিশেষ করে শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড, হামদহ, আরাপপুর, পায়রা চত্তর, মডার্ন মোড়, বাস টার্মিনাল, চাকলাপাড়া, হাটের রাস্তার মধ্যে থেকে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত যশোর-খুলনা মহাসড়কে নছিমন, করিমন, ইজিবাইক চলাচল করায় ও সড়ক দূঘটনা রোধে এক যোগে অর্ধশত অবৈধ যানবাহন নছিমন, করিমন, ইজিবাইক আটক করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান বলেন, উচ্চ আদালতের নিদের্শে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করার জন্য অভিযান অব্যাহত থাকবে। কোন ভাবেই মহা সড়কে অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। এর আগে ও একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা না রেখে তারা গাড়ি চালাতে শুরু করে মহাসড়কে।
দুদকের মামলায় জেলে যাওয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমেদকে বরখাস্ত
ঝিনাইদহ :: প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দুদকের মামলার হাজিরা দিতে গিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছিল। এ প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমেদকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রঙ্গাপনে এ তথ্য জানা যায়। ঝিনাইদহ সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমেদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৫ এপ্রিল মামলার হাজিরা দিতে এসেছিলেন এ শিক্ষা কর্মকর্তা। মামলার হাজিরা দিতে আসলে তাকে জেল হাজতে পাঠানো হয়। জেলে প্রেরন করায় তাকে ‘বিএসআর পার্ট-১ এর ৭৩ নং বিধির নোট-(২)’ অনুযায়ী সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে, বরখাস্ত থাকাকালীন মুশতাক আহমেদ প্রচলিত বিধি মতে খোরাকি ভাতা পাবেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

দুস্থ হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাউল বিতরণ
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়নে গরীব ও দুস্থদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাউল বিতরন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় সাগান্না ইউনিয়ন পরিষদে এ চাউল বিতরণ করা হয়। ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন জানান, সরকারের দেওয়া ভিজিএফ এবার ঈদ উপলক্ষে ইউনিয়নে ১৮৮৬ জন দুস্থ ও হতদরিদ্রদের এর মাঝে এই চাউল বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব ইমারত আলী, ইউপি সদস্য আমিনুর সরকার, হুসিয়ার মিয়া, ফজের আলী, মহিলা ইউপি সদস্যা সাগরিকা পারভিন, মরিয়ম বেগম, শিউলি রানি প্রমুখ।

ঝিনাইদহে ৫ পৌরসভায় ৪২ মাসের বেতন বাকি, পরিবার নিয়ে মহা বিপাকে কর্মকর্তা-কর্মচারীরা
ঝিনাইদহ :: ঝিনাইদহের ছয় পৌরসভার মধ্যে পাঁচ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের ৪ থেকে ৪২ মাস পর্যন্ত বেতনভাতা বাকি রয়েছে। ফলে মানবেতর জীবনযাপন করছে এসব পৌরসভার কর্মকর্তা-কর্মচারী। এসব পৌরসভার অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা-কর্মচারী রয়েছে, যারা দির্ঘদিন চাকরি থেকে অবসরে গেলেও তাদের পাওনা পরিশোধ করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। তবে ঈদ সামনে রেখে বোনাস দেয়া হচ্ছে এসব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের। কোনো কোনো পৌরসভায় এক মাসের বেতনভাতা দেয়া হচ্ছে। তবে সেটা চলতি মাসের না, দীর্ঘদিনের বকেয়া মাসের বেতন। সবথেকে বেশি বেতনভাতা বকেয়া রয়েছে কোটচাঁদপুর ও মহেশপুরের পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের। আর সর্বনিম্ন ৪ মাস বেতন বকেয়া রয়েছে কালীগঞ্জ পৌরসভার কর্মীদের। এর মধ্যে কোটচাঁদপুর পৌরসভাটি ১৮৮৩ সালে এবং মহেশপুর পৌরসভাটি ১৮৬১ সালে প্রতিষ্ঠিত। কোটচাঁদপুর পৌরসভায় নিয়মিত ৩২ ও অনিয়মিত ৩০ জন কর্মী রয়েছে। যাদের প্রতি মাসে বেতন ভাতা বাবদ খরচ হয় প্রায় ১৩ লাখ টাকা। সর্বশেষ ২০১৭ সালের জুলাই মাসের বেতন ভাতা পরিশোধ হয়েছে। এরপর থেকে আর কোনো বেতন দেয়া হয়নি। কোনো কোনো কর্মচারীর ৪২ মাস পর্যন্ত বেতন ভাতা বাকি রয়েছে। পৌরসভার হিসাব বিভাগ থেকে এসব তথ্য জানা গেছে। তবে ঈদ সমানে শুধু বোনাস দেয়া হচ্ছে। কোনো কোনো পৌরসভায় বোনাসের সাথে এক মাসের বেতন দেয়া হলেও কর্মকর্তা-কর্মচারীদের দাবি বকেয়া মাসের বেতন দিচ্ছে। কোটচাঁদপুর পৌরসভার একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, আমার শহরের একটি মুদি দোকানে সাড়ে তিন লাখ টাকা বাকি পড়েছে। এখন আর দোকানদার বাকি দিতে চাচ্ছে না। পাওনাদার টাকার জন্য চাপ দিচ্ছে। ফলে পরিবার নিয়ে বেকায়দায় পড়েছে জেলার পাঁচ পৌরসভার এরকম অনেক কর্মকর্তা-কর্মচারী। দেশের সব থেকে পুরাতন পৌরসভা মহেশপুর। ভারতীয় সীমান্তের এ পৌরসভাটি ১৮৬১ সালে প্রতিষ্ঠিত। এ পৌরসভায় নিয়মিত ও অনিয়মিত কর্মকর্তা-কর্মচারী রয়েছে ৬৭ জন। এ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা বকেয়া রয়েছে ১৮ মাস। যাদের প্রতি মাসে বেতন ভাতা বাবদ প্রয়োজন হয় ১৫ লাখ টাকা। জেলার শৈলকুপা পৌরসভার বেতনভাতা বাকি ১৩ মাস। এখানে কর্মকর্তা-কর্মচারী রয়েছে ৮৩ জন। যাদের প্রতি মাসে বেতন ভাতা বাবদ প্রয়োজন হয় প্রায় ৭০ লাখ টাকা। হরিণাকুন্ডু পৌরসভায় নিয়মিত ও অনিয়মতি ৩৭ কর্মকর্তা-কর্মচারীর বেতনভাতা বাকি রয়েছে ৫ মাস। এ পৌরসভার প্রতি মাসে বেতনভাতা বাবদ দরকার হয় প্রায় ৮ লাখ টাকা। অন্যদিকে, কালীগঞ্জ পৌরসভায় কর্মকর্তা-কর্মচারী রয়েছে ১০৫ জন। যাদের প্রতি মাসে বেতনভাতা মিটাতে প্রয়োজন পড়ে প্রায় ১৮ লাখ টাকা। কিন্তু গত ৪ মাস হলো কোনো বেতনভাতা দেয়া হয়নি। দীর্ঘদিন বেতনভাতা বকেয়া এমন প্রশ্নে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, বিগত মেয়রের সময়ে এসব টাকা বকেয়া পড়ে। তবে পৌরসভায় ঠিকমতো রাজস্ব আদায় না হওয়া ও কর্মীদের বেতন বৃদ্ধি পাওয়ায় এমন সমস্যা হচ্ছে বলে তিনি দাবি করেন। ঝিনাইদহ জেলা পৌরসার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মুস্তাক আহমেদ জানান, জেলার ছয়টি পৌরসভার মধ্যে কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, ঝিনাইদহ সদর ও শৈলকুপা পৌরসভা ‘প্রথম শ্রেণির। আর হরিণাকুন্ডু গ শ্রেণির পৌরসভা। ঝিনাইদহ জেলায় ছয়টি পৌরসভা রয়েছে। এর মধ্যে শুধু ঝিনাইদহ সদর পৌরসভার কর্মীদের কোনো বেতন বকেয়া নেয়। এ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী রয়েছে ১২৬ জন।
ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
ঝিনাইদহ :: ঝিনাইদহে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো: হাসানুজ্জামান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, (হেডকোয়াটার্স) তারেক আল মেহেদি, (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালাহ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, সদর থানার ওসি মিজানুর রহমান খানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সে সময় পুলিশ সুপার বলেন, ঈদের আগে ও পরে জেলার নিরাপত্তার জন্য ১৩’শ ৩২ জন পুলিশ সদস্য সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এছাড়া মহাসড়কে ইতোমধ্যেই বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে চাদাবাজি বন্ধ করা হয়েছে। জেলার ১৫’শ ১৫ টি মসজিদ ও ইদগাহে অনুষ্ঠিতব্য ঈদ জামাত নির্বিঘœ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পোষাকধারী পুলিশের পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক সাদা পোষাকে পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। ঈদগাহে জায়নামাজ ব্যতিত অন্য কিছু সাথে না নেওয়ারজন্য সকল মুসল্লীকে মসজিদের ইমামদের মাধ্যমে অনুরোধ করা হয়েছে। সেই সাথে ঈদের নামাজকে কেন্দ্র করে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় সে লক্ষ্যে পূর্বেই অগ্রিম সংবাদ সংগ্রহের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদাণ করা হয়েছে।
ঝিনাইদহে অংকুর নাট্য একাডেমির ঈদ সামগ্রী বিতরন
ঝিনাইদহ প্রতিনিধি :: প্রতি বছরের ন্যায় এবারো ঝিনাইদহে অংকুর নাট্য একাডেমির আয়োজনে শতাধিক অসহায় দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে অংকুর নাট্য একাডেমির কার্ষালয়ে এ সামগ্রী বিতরন করা হয়। এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অংকুর নাট্য একাডেমির সভাপতি মসলেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড আব্দুর রশিদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাব এর সাধারন সম্পাদক মাহমুদ হাসান টিপু, সহ-সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ, আসাফোর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আকমল হোসেন, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আশরাফুল আলম, জেলা নাট্য সমন্বয় পরিষদের সাধারন সমম্পাদক শাহীনুর আলম লিটন, অংকুর নাট্য একাডেমির সাধারন সমম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস, অংকুরের দাতা সদস্য হায়দার আলী, সদস্য আব্দুল হান্নান, অনুষ্ঠানটি পরিচালনা করেন অংকুরের আজীবন সদস্য ইসাহাক আলী।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)