রবিবার ● ২ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পুকুরে বিরল প্রজাতির মাছ
রাউজানে পুকুরে বিরল প্রজাতির মাছ
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে নিশান চৌধুরীর নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর পুকুরে জাল পেলে মাছ ধরতে গিয়ে।
দেখাযায় জালে বিরল প্রজাতির একটি মাছটি ধরা পড়েছে। আজ ২ জুন রবিবার সকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী গ্রামে যীশু চৌধুরী বাড়ির পুকুরে মাছ ধরতে গেলে অন্যান্য মাছের সাথে এ বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। খবর পেয়ে মাছটি দেখতে উৎসুক জনতা বাড়িতে ভিড় জমায়।
উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডা, কাওয়াসার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাছটি সাকার মাউথ ‘ক্যাটফিশ’ নামে পরিচিত। আমাদের দেশে সৌখিন মানুষরা অ্যাকুরিয়াম রেখে সৌন্দর্য উদ্দেশ্যে বাড়িতে রাখেন। বাংলাদেশে এই প্রজাতির মাছ ১৯৮০ সালে থাইল্যান্ড থেকে আমদানি করা হয়। তবে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন পুকুর ও জলাশয়ে এই মাছটি দেখা যাচ্ছে বলে তিনি জানান।
রাউজান সাংবাদিক কল্যাণ সমিতির ইফতার মাহফিল
রাউজান :: রাউজান সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাউজান উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। এতে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। রাউজান সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি প্রদীপ শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, আহসান হাবীব চৌধুরী হাসান। মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন রাউজান উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মতিন, ইসলামী ফ্রন্ট নেতা ইয়াছিন হোসাইন হায়দারী। সংগঠনের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নির্বাহী সদস্য মীর আসলাম, সাংবাদিক নেজাম উদ্দিন রানা, এস.এম ইউসূফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ মো. হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরাফাত হোসাইন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমির হামজা। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ দূষণ প্রতিরোধ আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবছার, পৌর যুবলীগের সহ সভাপতি আরিফুল হক চৌধুরী, সেন্ট্রাল বয়েজ আব রাউজান.র সভাপতি সাইদুল ইসলাম, তথ্য প্রযুক্তি লীগের কেন্দ্রী কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন খান, পৌর যুবলীগ নেতা মহিউদ্দিন চৌধুরী হিমেল, এস.এম ইউসূফ আমীন, রাউজান কলেজের প্রভাষক গৌতম মল্লিক ও জহির উদ্দিন জুয়েল প্রমূখ।