রবিবার ● ২ জুন ২০১৯
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ফেসবুকে পুলিশের বিরুদ্ধে মিথ্যা পোষ্ট দেয়াতে তথ্য প্রযুক্তি আইনে যুবকের নামে মামলা
ফেসবুকে পুলিশের বিরুদ্ধে মিথ্যা পোষ্ট দেয়াতে তথ্য প্রযুক্তি আইনে যুবকের নামে মামলা
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: ঈদের সামনে, পুলিশ মোটরসাইকেল আরোহীদের খুব যত্ন করে ধরে টাকা নিচ্ছে, উপরের নির্দেশে ঈদ উপলক্ষে এরকম টার্গেট পুরন করতে মারিয়া…দোদারিয়া মোড় ছাড়াও চাটমোহরের বিভিন্ন পয়েন্টে এই কাজটি করেছে,,,,।
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশের মোটর সাইকেল চেকপোষ্ট বসানোর বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) পোষ্ট দেয়াতে রাশেদুল ইসলাম হীমু (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ ২ জুন রবিবার ভোর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক চাটমোহর পৌর শহরের ছোটশালিখা এলাকার মৃত. ইউনুস আলির ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে বলে থানা সূত্র জানায়।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন বলেন, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করতে ডিউটিরত পুলিশের বিরুদ্ধে ঢালাও ভাবে মিথ্যা তথ্য ফেসবুকে লিখে অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি পুলিশের নজরে আসলে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।