সোমবার ● ৩ জুন ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » ঈদ উপলক্ষে গাইবান্ধায় পথ শিশুদের মাঝে বস্ত্র বিতরণ
ঈদ উপলক্ষে গাইবান্ধায় পথ শিশুদের মাঝে বস্ত্র বিতরণ
গাইবান্ধা প্রতিনিধি :: ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার অসহায় মানুষ ও পথ শিশুদের মধ্যে রবিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী চত্বরে ৩শ’ বস্ত্র বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্যোগ গাইবান্ধা’ এর আয়োজনে এসব বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল মতিন।
সংগঠনের সভাপতি মো. ফরিদুজ্জামান সাফির সভাপতিত্বে বস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, অ্যাড. জিএসএম আলমগীর, রাকিবুল ইসলাম রানা, সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান ও সহ-সভাপতি সামিউল ইসলাম সাকিব প্রমুখ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা টিফিনের টাকা বাচিয়ে তারা এইসব বস্ত্র ক্রয় করে। বস্ত্রের মধ্যে রয়েছে শাড়ী, লুঙ্গি, শিশুদের পোশাক ও থ্রি পিস।
গাইবান্ধায় কৃষক শ্রমিক জনতালীগের ঈদ সামগ্রী বিতরণ
গাইবান্ধা :: ঈদুল ফিতর উপলক্ষে সোমবার গাইবান্ধা কৃষক শ্রমিক জনতালীগ জেলার সদর উপজেলার বল্ল¬মঝাড়, কামারজানি, পলাশবাড়ির পবনাপুর, সাদুল্যাপুরের রসুলপুর, দামোদরপুর, ফরিদপুর, সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের অসহায় দুঃস্থদের মধ্যে কাপড়, সেমাই ও চিনি বিতরণ করা হয়।
এসব সামগ্রী বিতরণ এক অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের জেলা আহবায়ক অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, জেলা সদস্য সচিব আবু বকর সিদ্দিক, সাদুল্যাপুর উপজেলা আহবায়ক আবু তাহের সামাদ চৌধুরী উজ্জল, সদস্য সচিব রেজাউল করিম, যুব আন্দোলনের হাশেম মিয়া, ফারুক হোসেন, পলাশবাড়ি উপজেলা সমন্বয়ক শরিফুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা যুব আন্দোলন সমন্বয়ক হিরু মিয়া, সদর উপজেলার সমন্বয়ক আব্দুর রহিম, যুব আন্দোলনের জেলা সদস্য সচিব মাসুদ রানা, ছাত্র আন্দোলনের শাহজামাল ও হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ঈদের খুশি ভাগাভাগি করতে সুবিধা চির বঞ্চিত শিশু, অতিদরিদ্র, অসহায় মানুষদের পাশে সামাজিক দায়বদ্ধতা থেকে বিত্তবানসহ সমাজের সচেতন সবাইকে এগিয়ে আসা উচিত। বৃদ্ধ-হতদরিদ্র দুঃস্থরা তাদের রক্তঘামে দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রেখেছেন। তারা আমাদের পরম বন্ধু। মানবতার কল্যাণে আমাদের উচিত দুঃস্থদের পাশে দাড়ানো। এতে একদিকে আত্মতৃপ্তি পাওয়া যায়, অন্যদিকে মানুষের প্রতি দায়িত্ব পালনও হয়।