মঙ্গলবার ● ৪ জুন ২০১৯
প্রথম পাতা » অপরাধ » ৯ বছরের শিশুকে যৌন হয়রানির দায়ে বৃদ্ধকে কারাদণ্ড
৯ বছরের শিশুকে যৌন হয়রানির দায়ে বৃদ্ধকে কারাদণ্ড
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করায় মো. ফিরোজ আহম্মেদ (৬৭) নামের এক বৃদ্ধকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার ৩ জুন বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ, অভিযুক্ত ফিরোজ আহম্মেদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অভিযুক্ত বৃদ্ধ সে উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়াের্ডের মৈশকরম গ্রামের আমান দন্ডপ্রাপ্ত ওই বৃদ্ধ রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৈশকরম গ্রামের আমান সওদাগর বাড়ির মৃত বেলাল আহম্মেদ’র পুত্র মো. ফিরোজ আহম্মেদ (৬৭)।
শিশুর মা নিলু জানান, বাড়িঘাটা এলাকার বৃদ্ধ দোকানদার ফিরোজ আহম্মেদের দোকানে গেলে প্রায় সময় তার শিশুকন্যাকে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীতা হানি করে আসছে। সর্বশেষ গত ৩১ মে সকাল ১০টায় দোকানে চিপস কিনতে গেলে শিশুটিকে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেয়।
এসময় এক সিএনজি টেক্সী চালক দেখতে পেলে তিনি বৃদ্ধকে চড় থাপ্পড় দিয়ে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর বিষয়টি জানাজানি হলে গত রবিবার ওই শিশুকন্যার নানী বাদি হয়ে রাউজান থানায় অভিযোগ দেন। পরে তাকে পুলিশ নোয়াপাড়া এলাকা থেকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, এক শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে আটকের পর তার বক্তব্য রেকর্ড করে পর্যালোচনার পর অভিযুক্তের স্বীকারোক্তীর ভিত্তিতে দন্ডবিধি ৫০৯ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।