রবিবার ● ১০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » দেশের ৪৮৭টি উপজেলায় টেলিমেডিসিন সেবা চালু হচ্ছে: পলক
দেশের ৪৮৭টি উপজেলায় টেলিমেডিসিন সেবা চালু হচ্ছে: পলক
সিংড়া (নাটোর) প্রতিনিধি:: নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ দেশের ৪৮৭টি উপজেলায় আইসিটি বিভাগের অধীনে টেলিমেডিসিন সেবা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি৷ তিনি বলেছেন, তৃণমূলের দরিদ্র রোগীরা যেন টেলিকনফারেন্স এর মাধ্যমে ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে কথা বলে পরামর্শ গ্রহন করতে পারে এ জন্য সরকার এমন উদ্দ্যোগ নিয়েছেন৷ তিনি শনিবার বেলা সাড়ে ৯টায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিনের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান৷
এরপর তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিত্সাধীন ও চিকিত্সা নিতে আসা রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং রোগীদের সঠিকভাবে চিকিত্সা সেবা ও ঔষুধ প্রদানের জন্য ডাক্তারদের পরামর্শ দেন৷ এসময় তিনি বলেন হাসপাতালের পরিবেশ সুষ্ঠ সুন্দর এবং পরিচ্ছন্ন রাখার জন্য রোগী এবং রোগীদের অভিভাবকদের আরও সচেতন হতে হবে৷ এ সময় তার সাথে সিভিল সার্জন ডাঃ ফেরদৌস নিলুফার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার হেনরী কুবী, পৌরসভার নব-নির্বাচিত মেয়র জান্নাতুল ফেরদৌস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷
পরে বেলা ১১টায় সিংড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশকে ডিজিটাল বির্নিমানের জন্য শিৰা,স্বাস্থ্য,কৃষি,নিরাপত্তা ও কর্মসংস্থান ৰেত্রে ইন্টারনেট ব্যবহারের প্রতি গুরুত্ব দেয়া হচ্ছে ৷ এসময় তিনি ইনফো সরকার-২ প্রকল্পের আওতায় ই-সেবা সম্প্রসারণের জন্য আলাদি আইপিএম ক্লাবকে একটি ল্যাপটপ ও মোবাইল সহ ১০ধরনের সরঞ্জাম, স্বপ্ন প্যাকেজের আওতায় জীবনকায়নের জন্য ১৮জন মা’কে একটি করে গাড়ী, ১৭জন দরিদ্র মায়ের মাঝে আবাসনের জন্য ঢেউটিন ও স্যানিটারী সরঞ্জাম, বিদ্যুত বিহীন ১৫৫টি ধর্মীয় ও দুস্থ্য পরিবারের মাঝে সৌর বিদ্যুতের সরঞ্জাম এবং বেসরকারী উন্নয়ন সংস্থা মুসলিমের পক্ষ থেকে এক হাজার দরিদ্র জনগনের মাঝে কম্বল বিতরণ করেন৷