রবিবার ● ৯ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সবার নিকট থেকে ধানের শীষে ভোট চাইলেন সিরাজ
সবার নিকট থেকে ধানের শীষে ভোট চাইলেন সিরাজ
বগুড়া প্রতিনিধি :: জাতীয় সংসদ বগুড়া-৬আসনের উপ-নির্বাচনে বিএনপি ও ২০দলীয় ঐক্যজোটের পদপ্রার্থী ও জেলা বিএনপি আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, আমি আপনাদেরই সন্তান। সবসময় সুখে দুঃখে আপনাদের পাশেই থাকতে চায়। এ জন্য আপনারা সবাই আমাকে দোয়া করবেন এবং ধানের শীষ মার্কায় ভোট দিবেন। তিনি আজ রবিবার বগুড়া শহরস্থ খান্দার রোড়ে মৌচাক কমিউনিটি সেন্টারে শহর বিএনপি আয়োজিত ভোট কেন্দ্র প্রধান ও কেন্দ্র এজেন্ট এবং ওয়ার্ড বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
একই মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপ-নির্বাচনের প্রধান সমন্বয়কারী এবং সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, এ সরকার দেশের গণতন্ত্রকে ধবংষ করেছে। তাই গনতন্ত্রকে রক্ষা করতে হলে ধানের শীষে ভোট দিন। তিনি আরো বলেন, বগুড়ায় বিএনপি দলকে আরো শক্তিশালী ও সু-সংগঠিত করতেই গোলাম মোঃ সিরাজ’কে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন সবকিছু ভুলেগিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে। শহর বিএনপি সভাপতি মাহবুবুর রহমান বকুলের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভা মেয়র এ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, সদস্য জয়নাল আবেদীন চান, মাহবুবুর রহমান হারেজ, আলী আজগর তালুকদার হেনা, রেজাউল করিম বাদশা, একেএম আহসানুল তৈয়ব জাকির, এ্যাডভোকেট শাহজাদী লায়লা আরজুমান, এমআর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাইন, ওমর ফারুক খান, একেএম খায়রুল বাশার, তৌহিদুল আলম মামুন, সাইদুজ্জামান শাকিল, মনিরুজ্জামান মনির ও ভিপি অধ্যাপিকা শামিমা আকতার পলিন।
এ সময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, মহিলাদল নেত্রী লাভলী রহমান, বিএনপি নেতা মুনজু, তুহিন, জেলা যুবদল নেতা খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গীর আলম, আহসান হাবিব মমি, শামীম আহম্মেদ, রবিউল ইসলাম আপেল, সুমন শীল, শাহীন আহম্মেদ, গাবতলী থানা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মজনু, জেলা শ্রমিকদলের সহ সভাপতি মোশারফ হোসেন স্বপন, শহর ছাত্রদলের সভাপতি সৌরভ হাসান শিবলু, সাধারন সম্পাদক রবিউল হাসান দারুন, গাবতলী থানা ছাত্রদলের আহবায়ক মহব্বত আলী, ছাত্রদল নেতা রুহুল আমিন, আলপনা কবির বাবু, আব্দুল হাকিম’সহ ওয়ার্ড বিএনপি ও যুব-ছাত্রদল’সহ সকল অঙ্গদলের নেতৃবৃন্দ।