সোমবার ● ১০ জুন ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ২৫ লাখ টাকার ট্রাক কুমিল্লা থেকে উদ্ধার করলো ঝিনাইদহ পিবিআই
২৫ লাখ টাকার ট্রাক কুমিল্লা থেকে উদ্ধার করলো ঝিনাইদহ পিবিআই
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার থেকে চুরি হওয়া ২৫ লাখ টাকার একটি ট্রাক মুসল্লী ছদ্মবেশে কুমিল্লা থেকে উদ্ধার করেছে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই। আজ সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া পিবিআই অফিসে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান পিবিআই’র পুলিশ সুপার আবু আশ্রাফ। এ সময় পিবিআই’র ওসি আব্দুর রব ও অভিযানিক দলের এসআই সোহেল হোসেন উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে বলা হয় ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রীমোহনী থেকে গত ১৬ জানুয়ারী জনৈক মশিউর রহমানের ২৫ লাখ টাকা দামের একটি ট্রাক চুরি হয়। ট্রাকটি খুুজে না পেয়ে ট্রাক মালিক বাদী হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেন। মামলাটি ডাকবাংলা পুলিশ ফাড়ির ইনচার্জ তৌহিদুল ইসলাম তদন্ত করে কোন ক্লু খুজে পায় না। এক পর্যায়ে মামলাটি স্ব-উদ্যোগে তদন্তের দায়িত্ব গ্রহন করে ঝিনাইদহ পিবিআই। গোপন সুত্রে খবর পেয়ে ট্রাকটি কমিল্লা এলাকায় বিক্রি হয়েছে বলে পিবিআই জানতে পারে। গত ২৮ মে অভিযানিক দলের এসআই ও তদন্ত কর্মকর্তা সোহেল হোসেন মুসল্লী বেশ ধরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখননগর এলাকার মসজিদে অবস্থান নিয়ে ট্রাকটি সনাক্ত করেন। স্থানীয় জিএন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ট্রাকটি উদ্ধারসহ চোর চক্রের সদস্য ঘুনাইঘর গ্রামের আকাতম আলীর ছেলে গাজী আব্দুল হান্নান ও ভাংগুড়া উপজেলার খাটাশ গ্রামের কালীপদ দেব নাথের ছেলে জীবন দেবনাথকে গ্রেফতার করতে সক্ষম হন। এর আগে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে যুবলীগ নেতা জাহাঙ্গীর ও ট্রাক চালক সুমনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক তথ্য নেয় পিবিআই।
লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারছেন না ড্রাইভাররা
ঝিনাইদহ :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কের মৃত্যুর মিছিল রোধে ব্যাতিক্রমী অভিযান চালিয়েছে ঝিনাইদহ ট্রাফিক পুলিশ। ঈদের পরের দিন থেকে শহরের বাস টার্মিনালে এ অভিযান চালাচ্ছেন তারা। সোমবার সকালে টার্মিনালে গিয়ে দেখা যায়। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া থেকে ঢাকাসহ দুরপাল্লার যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হচ্ছে। যে চালক গাড়ি চালাচ্ছেন তাৎক্ষনিক তার লাইসেন্স না দেখাতে পারলে গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। বৈধ চালক আসার পর গাড়ি ছাড়া হচ্ছে। ঝিনাইদহের ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কের অনেক সময় অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানো হয়। এছাড়াও যাত্রীদের বাড়তি চাপ সামলাতে ফিটনেসবিহীন গাড়ি চালানো হয়। এতে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়। দুর্ঘটনা রোধে চালকদের লাইসেন্স পরীক্ষা করা হচ্ছে। যেসকল চালক লাইসেন্স দেখাতে পারছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও সেই সাথে দক্ষ ও লাইসেন্স প্রাপ্ত চালক দিয়ে সেই গাড়ি পাঠানো হচ্ছে। এছাড়াও মহাসড়কে ইজিবাইক, নসিমন, ভটভটি, আলমসাধুসহ অবৈধ যান চলাচল করতে দেওয়া হচ্ছে না।
ঝিনাইদহে ৩’শ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
ঝিনাইদহ :: ‘স্বপ্ন সাহস প্রজ্ঞা নিয়ে আগামীর পথ চলবো, অপসংস্কৃতির বেড়াজাল ভেঙে সোনার বাংলা গড়বো’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৩’শ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে শহরের ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করে ঝিনাইদহ পৌরসভা। অনুষ্ঠানের আয়োজনে সহযোগী ছিল ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রাপ্ত সংগঠন ঝিনাইদহের ‘কথন সাংস্কৃতিক সংসদ’ (কসাস)। এসময় আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে ঝিনাইদহ পৌর সভার মেয়র সাইদুল করীম মিন্টু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানি অতিধি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান,সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ মনিরুল আলম, জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব, সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্থপতি কবীর হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কসাসের সভাপতি উম্মে সায়মা জয়া, সাধারন সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাস। এর আগে পৌরসভা চত্বর থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পৌর অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩’শ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
মহেশপুরে দুই লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ১৪৭ বোতল মালিকবিহীন ভারতীয় মদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মদের মুল্য দুই লাখ কুড়ি হাজার টাকা। সোমবার ৫৮ বিজিবির এক ই-মেইল বার্তায় এই তথ্য জানানো হয়েছে। ৫৮ বিজিবির অধিনায়কের পক্ষে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, রোববার রাত ৯টার দিকে খোসালপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া মাঠের একটি মেহগনি বাগান থেকে মালিকবিহীন ভারতীয় ১৪৭ মদ উদ্ধার করে। তবে এ সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি।