সোমবার ● ১০ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ইভটিজিং ও মাদক বিক্রির দায়ে ৩ জনের কারাদন্ড
রাউজানে ইভটিজিং ও মাদক বিক্রির দায়ে ৩ জনের কারাদন্ড
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে এক ইভটিজার ও দুই মাদক বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সন্ধ্যায় ও রবিবার দুপুরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ এই আদেশ প্রদান করেন।
রাউজান উপজেলা প্রশাসন সূত্র মতে, ইভটিজিংয়ের দায়ে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. হাসানের পুত্র মো. নাজিম উদ্দিন (২০) কে ৩ মাসের ও মাদক বিক্রির দায়ে হলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মফিজুর রহমানের পুত্র মুজিবুর রহমান (২৮) ও একই এলাকার আব্দুল হাদির পুত্র আব্দুল কাদের (৩২) ৬ মাস করে করাদন্ড দেয়া হয়েছে। এবিষয়ে জানতে চাইলে, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, ইভটিজিং দায়ে একজনকে ৩ মাস ও মাদক বিক্রির দায়ে ২ জনকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছি। উপজেলা প্রশাসন ইভটিজিং ও মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।