মঙ্গলবার ● ১১ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোটে অংশ নেওয়ায় খুন হয়েছেন রাজশাহীর শ্রমিক নেতা’
ভোটে অংশ নেওয়ায় খুন হয়েছেন রাজশাহীর শ্রমিক নেতা’
রাজশাহী প্রতিনিধি :: নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে সামনে রেখে রাজশাহী পুঠিয়ায় শ্রমিক নেতা হত্যা হয়ে থাকতে পারে। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে এ বিষয়টি সামনে রেখেই তদন্তে এগোচ্ছে পুলিশ। বর্তমানে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ১১ জুন সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া এলাকার একটি ইটভাটা থেকে শ্রমিক নেতা নুরুল ইসলামের (৬৫) মরদেহ উদ্ধার হয়।
নিহত ব্যক্তি উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তার বাড়ি উপজেলার বারঘরিয়া গ্রামে।
রাজশাহীর পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিল উদ্দিন আহমেদ বলেন, নিহতের পরিবারের দাবি সংগঠনের নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। অনুষ্ঠিত নির্বাচন নিয়ে তাদের একটি মামলাও আদালতে বিচারাধীন রয়েছে।
ওসি বলেন, বর্তমানে নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। মামলা দিলে তদন্তে তারা এই বিষয়টি ‘ক্লু’ হিসেবে কাজে লাগাবেন।
ওসি আরও বলেন, বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি ইটভাটায় মরদেহটি পড়ে ছিল। স্থানীয়রা দেখে পুলিশে খবর দেন। মরদেহের মাথা এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
এখন কী কারণে হত্যা করা হতে পারে তা জানতে তদন্ত শুরু হয়েছে। আর নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুঠিয়া থানার এই পুলিশ কর্মকর্তা।
এদিকে, শ্রমিক নেতা নুরুল ইসলামকে হত্যার খবর ছড়িয়ে পড়লে সকালে পুঠিয়া উপজেলা সদরে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুঠিয়ায় বিষ পানে গৃহবধূর আত্মহত্যা
রাজশাহী :: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ধলাট কমরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। নিহত ওই গৃহবধূর নাম খুরশিদা বেগম (৩৫)। তিনি ওই গ্রামের কুরমান আলীর স্ত্রী।
জানা গেছে, খুরশিদা ও তার ছেলের বউ এর সাথে সংসারে বিভিন্ন কারণে পারিবারিক দ্বন্ব চলে আসছিলো। এর জেরে খুরশিদা বেগম তার ছেলে বউ এর উপর অভিমান করে সোমবার রাতে সবার অজান্তে ঘরের ভেতরে বিষপান করেন। পরে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে বেলপুকুর থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এর কাছে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি জানান, ঘটনাটি শুনে আমরা গিয়েছিলাম। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। তবে লাশ দেখে ও মুখের গন্ধে বিষ পানের আলামত পাওয়া গেছে। এটি আত্মহত্যার ঘটনা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য না পাঠিয়ে কবর দেওয়ার জন্য অনুমতি দিয়েছে বলে জানান এই কর্মকর্তা।