বৃহস্পতিবার ● ১৩ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান-কেরানিহাট সড়কে মাইক্রোবাস দূর্ঘটনায় ৮ পর্যটক আহত
বান্দরবান-কেরানিহাট সড়কে মাইক্রোবাস দূর্ঘটনায় ৮ পর্যটক আহত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের সদর উপজেলার বান্দরবান-কেরানিহাট সড়কে পর্যটকবাহী মাইক্রোবাস দূর্ঘটনায় একই পরিবারের শিশুসহ মোট ৮জন আহত হয়েছে। দূর্ঘটনায় হতদের মধ্যে ২ জনের অবস্থা আসংখা জনক।
আজ বৃহস্পতিবার ১৩ জুন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বান্দরবান-কেরানিহাট সড়কের রেইছা সেনাবাহিনীর চেক পোষ্ট এলাকায় একই পরিবারের ১৫ জন পর্যটক নিয়ে বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট ভ্রমন শেষে ফেরার পথে ‘ঢাকা মেট্রো-চ-১৯-৫৪৫৫’ নম্বরের মাইক্রোবাস (হাইচ)টি পাহাড়ি ঢালু সড়ক থেকে ছিটকে পড়েলে এই দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার পর পুলিশ ও বান্দরবান ফায়ার সার্ভিস এর উদ্ধার কর্মিরা আহতদের দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।
আহতরা হলেন- গোলজার হোসেন(৫৫), জাহানয়ারা বেগম (৪৫), সুমন মিয়া(২৮) সুমনা আক্তার(২৪), রহিমা আক্তার(১৮), সুমাইয়া আক্তার(১৬), শিশু তাবাচ্ছুমা(৪), শিশু ইমন মিয়(৫)। তাদের মধ্যে সুমন মিয়া ও শিশু ইমন মিয়া গুরতর আহত হয়েছে। আহতদের সবার বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলার ছোট মাধবদী গ্রামে।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার ফরহাদ উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বান্দরবান-কেরানিহাট সড়কের রেইছা সেনাবাহিনীর চেক পোষ্ট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমারা আহদের দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহদের মধ্যে দুই জনের অবস্থা আসংখা জনক।