শুক্রবার ● ১৪ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীর আত্নহত্যা
বরগুনায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীর আত্নহত্যা
বরগুনা প্রতিনিধি :: বেতাগী সদর বাসস্টান্ড সংলগ্ন এলাকায় ৮ম শ্রেনীর এক শিক্ষার্থীর আত্নহত্যার খবর পাওয়া গেছে। মোসা. তনু আক্তার (১৪)
বেতাগী গালর্স স্কুল এন্ড কলেজ’র ঐ শিক্ষার্থী আজ ১৩ জুন সন্ধা সাড়ে সাতটার দিকে গলায় ওরনা পেচিয়ে (ফাঁস) পরে আত্নহত্যা করেন।
ঐ শিক্ষার্থী বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের পূর্ব কাউনিয়া গ্রামের বাসিন্দা আঃ কুদ্দুস মেয়ে। পড়াশুনার সুবাদে তারা ২০১৮ সালে বেতাগী বাসস্টান্ড সংলগ্ন রশিদ মাস্টারের বাড়ীতে ভাড়া থাকেন। তবে কি কারনে এভাবে মৃত্যুর পথ বেছে নিয়েন এ রির্পোট লেখা পর্যন্ত পারিবারিক সুত্রে তা এখনও জানাতে পারেনি।
এ ব্যাপারে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জমান মিয়া জানান এ ঘটনায় ইউডি মামলার দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য আগামীকাল বরগুনা মর্গে প্রেরণ করা হবে।