সোমবার ● ১১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » মারাত্মক আহত রাসেলের চিকিৎসা সহায়তা দিয়েছে অনলাইন সাংবাদিকরা
মারাত্মক আহত রাসেলের চিকিৎসা সহায়তা দিয়েছে অনলাইন সাংবাদিকরা
ষ্টাফ রিপোর্টার :: সাংবাদিক রাসেলের চিকিত্সার জন্য অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন(বনপা)এর প্রশিক্ষণার্থী সাংবাদিকরা ৷ ২দিন ব্যাপী পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণে আসা অনলাইন সাংবাদিকরা এই অর্থ সহায়তা দেন৷ ১০ জানুয়ারী রবিবার সকালে রাঙামাটির বিলাসবহুল হোটেলের সম্মেলন কক্ষে অনলাইন সাংবাদিকদের পক্ষে নগদ টাকা রাসেলের মায়ের হাতে তুলে দেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) এর সভাপতি শামসুল আলম স্বপন। এসময় জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি প্রশিক্ষক প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন আগামীর বাংলাদেশ এর প্রকাশ ও সম্পাদক শেখ সাইফুউদ্দীন আহমেদ, সিবিএন এর সম্পাদক অধ্যপক আকতার চৌধুরী, বাংলা সময় .কম এর সম্পাদক প্রদীপ বড়ুয়া জয়,দিনাজপুর নিউজ ডটকম এর ইঞ্জিনিয়ার রোকমুনুরজামান রনি, সিএইচটিমিডিয়া টিভি ডটকম এর প্রকাশক ও সম্পাদক জুঁই চাকমা, কক্সবাজার টাইমস এর সম্পাদক ইসলাম মাহমুদ, নিউজ কক্স২৪.কম সম্পাদক দুলাল বড়ুয়া, সিএইচটি টাইমস এর সম্পাদক লুত্ফর রহমান উজ্জল, আজাদী নিউজ প্রকাশক ও সম্পাদক মোকতাদের আজাদ, অনাবিল.নেট এর প্রকাশক ইঞ্জিনিয়ার সরকার রুহুল আমিন, রাউজান নিউজ ২৪. এর প্রকাশক মোঃ কামরুল ইসলাম বাবু , সম্পাদক আমির হামজা, সিএইচটি ফাষ্ট নিউজ এর প্রকাশক ও সম্পাদক বিপ্লব চাকমা, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের কাজী আব্দুর রউফ, মোঃ আব্বাস উদ্দিন চৌধুরী, সুলতান আহমদ, আবুল কাসেম, রফিক আহম্মেদ, জুযেল দাশ, মোঃ ওমর ফারুক, সব বিনোদন এর সম্পাদক সুশান্ত কুমার সরকার, পিপলস নিউজ এর প্রকাশক ও সম্পাদক মোঃ সোহেল রানা খবর বিতান এর সম্পাদক আব্দুলস্নাহ নয়ন ও কক্সবাজার মেসেজ এর সম্পাদক মোঃ উর রহমান মাসুদ প্রমুখ উপস্থিত সকলে রাসেলের চিকিত্সার সহায়তা দেন এবং তার সুস্থতা কামনা করেন৷
উল্লেখ্য দৈনিক রাঙামাটি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত মোখলেছু উর রহমান ভুইয়ার ২য় পুত্র পাক্ষিক পার্বত্য কন্ঠ ও দৈনিক রাঙামাটি’র ষ্টাফ রিপোর্টার সাংবাদিক জাহিদুর রায়হান ভুইয়া রাসেল গত ১ সেপ্টম্বর রাঙমাটি শহরে ট্রাক এর সাথে মোটর সাইকেল দূর্ঘটনায় রাসেল মাথায় মারাত্মক আঘাত পায়, মুমুর্ষবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ দীর্ঘদিন চিকিৎসার পর বর্তমানে রাসেলের জ্ঞান ফিরলেও হাটাচলা করতে পারেন না এবং চোখেও দেখেন না বলে জানান রাসেলের মা।