শনিবার ● ১৫ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » গণতন্ত্র পুনঃরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষে ভোট দিন : সিরাজ
গণতন্ত্র পুনঃরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষে ভোট দিন : সিরাজ
বগুড়া প্রতিনিধি :: বগুড়া জেলা বিএনপি আহবায়ক ও আসন্ন ২৪ জুন ৪১-বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ও ২০দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী গোলাম মো. সিরাজ বলেছেন, বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে ও গণতন্ত্র পুনঃরুদ্ধার এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে এ জন্য আন্দোলন আরো বেগবান করতে ধানের শীষ মার্কায় ভোট দিন। তিনি আজ শনিবার ধানের শীষের প্রচার-প্রচারনা অংশ হিসেবে সদরের নুনগোলা ইউনিয়নে আশোকোলা তিনমাথা মোড়ে ইউনিয়ন বিএনপি উদ্যোগে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার জিয়া পরিবার কে ধ্বংস করতে এখনও ষড়যন্ত্র করছে। তাই অন্যায় ভাবে খালেদা জিয়া কারাগারে আটকে রাখা হয়েছে। আমি নির্বাচিত হলে বগুড়াবাসী সুখে দুঃখে সবসময় পাশে থেকে কাজ করে যাব। আমি সংসদে গিয়ে বেগম জিয়ার মুক্তির দাবী নিয়ে উচ্চ কণ্ঠে কথা বলবো। আমি প্রধান মন্ত্রীকে বলবো বগুড়াবাসী আমাকে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ভোট দিয়েছে। তাই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দ্রুত মুক্তি হবে। তিনি পথ সভায় বক্তব্য শেষে তিনি জনগনের মাঝে ধানের শীষের লিফলেট বিতরন করেন। এরপর তিনি স্থানীয় ঘোড়াধাপ বন্দর ও ইউনিয়নের বিভিন্ন স্থনে দুপুর পর্যন্ত পথসভা ও গণসংযোগ করেন। বিকেলে তিনি নিশিন্দারা ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার লালু, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, এমআর ইসলাম স্বাধীন, সহিদ উন নবী ছালাম, তাহা উদ্দিন নাহিন, ওমর ফারুক খান, এইচএস মাফতুন আহমেদ খান রুবেল, নাজমা আক্তার, খাদেমুল ইসলাম, মাজেদুর রহমান জুয়েল, শফিকুল ইসলাম, আনছার আলী ও শাহ আলম জনি প্রমূখ।
বগুড়ার সন্তান সিরাজকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন : লালু
বগুড়া :: জাতীয় সংসদ বগুড়া-৬আসনের উপ-নির্বাচনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধান নির্বাচনী সমন্বয়কারী সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, গোলাম মোহাম্মদ সিরাজ আমাদের বগুড়ার কৃতি সন্তান। তিনি সুখে দুঃখে সবসময় আমাদের পাশে রয়েছেন এবং থাকবেন। এ জন্য বিএনপি ও ২০দলীয় ঐক্যজোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি আজ শনিবার বগুড়া চারমাথা স্থানীয় একটি হোটেল হল রুমে ১৫নং ওয়ার্ডের নির্বাচনী সভায় ও গনসংযোগ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে¡ নির্বাচনী সভায় ও গনসংযোগে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান বকুল, ডাঃ শাহ মো. শাহজাহান আলী, এমআর ইসলাম স্বাধীন, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাইন, শামিমা আকতার পলিন, জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, হাসানুজ্জামান পলাশ, আহসান হাবিব মমি, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা শ্রমিকদলের সহ সভাপতি মোশারফ হোনের স্বপন, শহর শ্রমিকদলের সহ সভাপতি সামছুজ্জামান সামছু, বিএনপি নেতা এনামুল হক নতুন, আসাদুজ্জামান অটল, সরকার বাদল, ডাঃ জাহাঙ্গীর আলম, মতিউর রহমান মতি, শফিকুল ইসলাম, ইমরান হোসেন, আলী রেজা, নুরুন্নবী, এমদাদুল হক মিলন, সাইফুল, হাফিজার, মিজানুর, শফিউল, শামীম, যুবদল নেতা শরিফুল ইসলাম শামীম, বায়তুল্লা শেখ, গাবতলী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মজনু, বুলবুল আহম্মেদ, বেলাল হোসেন, সুমন রায়, জিল্লুর রহমান, মিঠু মিয়া, জেলা ছাত্রদল নেতা তমাল, দারুন, সুজন, সজিব, সোহাগ, সৌরভ, গাবতলী থানা ছাত্রদলের আহবায়ক মহব্বত আলী, মুন, হালিম, মাহফুজার, রুহুল, বাবু, সবুজ, মোত্তাদির, খোকন, হাকিম, জাফর, মোহন, রাজিবুল, আপেল, রায়হান, লিটন’সহ ওয়ার্ড বিএনপি ও যুব-ছাত্রদল’সহ সকল অঙ্গদলের নেতৃবৃন্দ।
গাবতলীতে বিদ্যালয়ে কম্পিউটার ও নগদ অর্থ প্রদান
বগুড়া প্রতিনিধি :: আজ শনিবার বগুড়ার গাবতলী সুখানপুকুরে শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে আনোয়ারা-নাসিম উদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ২টি কম্পিউটার ও ১টি ল্যাপটপ এবং নগদ ৮০হাজার টাকা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলী মুভমেন্ট সেন্টারের পরিচালক সমাজসেবক মাহবুবুর রহমান ছোটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তুক প্রকাশক ও বিক্রেতা মালিক সমিতির পরিচালক ও জেলা সভাপতি এবং দৈনিক বগুড়ার সম্পাদক আলহাজ¦ রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি ইনডিপেডেন্ড জেলা প্রতিনিধি ও বগুড়া প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ এ্যাডভোকেট মাহফুজ মন্ডল। জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও জেলা সভাপতি মুহাম্মাদ আবু মুসা পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গোফফার, কমিটির সদস্য জুয়েল আহম্মেদ, এনামুল হক রাজা, বদিউজ্জামান বাবলু, শিক্ষক নার্গিস আক্তার, আব্দুল ওয়াদুদ, আশুতোষ চন্দ্র রায় প্রমুখ।
এ ফাউন্ডেশনের উদ্যোগে ২টি কম্পিউটার ও ১টি ল্যাপটপ এবং নগদ ৮০হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয়ে আরো সহযোগিতা করার আশ^াস দেন। উল্লেখ্য, সমাজসেবক মাহবুবুর রহমান ছোটনের সহযোগিতায় ইতিপূর্বে বিদ্যালয়ে প্রায় ৬লাখ টাকা ব্যয়ে কাঁচা পাকা ৪টি শ্রেনী কক্ষ নির্মাণ করে দেয়া হয়েছে। এছাড়াও মাহবুবুর রহমান ছোটন ও তাঁর পরিবার বিদ্যালয়ের জন্য নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।