সোমবার ● ১১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টারনি চিকিত্সকদের কর্মবিরতি ও মানববন্ধন
পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টারনি চিকিত্সকদের কর্মবিরতি ও মানববন্ধন
মিজান তানজিল :: পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে গভীর রাতে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও ইন্টারনিতে কর্মরত চিকিত্সকদের উপর হামলার প্রতিবাদে এবং দোষিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ ১১ জানুয়ারী সকালে ইন্টারনি কর্মরত সকল চিকিত্সক কর্মবিরতি ও মানববন্ধন করেছেন৷
এ ব্যাপারে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনি চিকিত্সক আবু তোরাব মিম জানান, রোববার দিন গত রাত দেড়টার দিকে শ্বাসকষ্টে ও উচ্চরক্ত চাপে চিকিত্সাধীন অবস্থায় ৮৫ বছরের একজন বৃদ্ধ মহিলার মৃত্যু হয়৷ এরপর মৃত রোগীর পরিবার এর পক্ষ নিয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী চিকিত্সকদের ওই গভীর রাতেই হাসপাতালে এসে অতর্কিত হামলা করে, তারা হাসপাতালের ইমারজেন্সি ও ইন্টারনি চিকিত্সকদের অফিস কক্ষ ভাংচুর করে চলে যায়৷ এ ঘটনায় বিক্ষুব্ধ ইন্টারনি চিকিত্সকরা মৃত রোগীটির লাশ আটকে রাখে, পরে স্থানীয়দের সাথে এক সমঝোতাই মৃত রোগীর লাশ হস্তান্তর করে ৷ এ ব্যাপারে একটি লিখিত মামলার প্রস্তুতি চলছে বলেও মৃত পরিবারের সুত্রটি জানায়৷