সোমবার ● ১৭ জুন ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » ফিলিপাইন থেকে সেরা সক্রিয় ক্লাবের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের সাউথ এশিয়া রেডিও ক্লাব
ফিলিপাইন থেকে সেরা সক্রিয় ক্লাবের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের সাউথ এশিয়া রেডিও ক্লাব
রাউজান (উত্তর) প্রতিনিধি :: ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কেজন সিটি থেকে সম্প্রচারিত “রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ)” কর্তৃক সেরা সক্রিয় ক্লাবের স্বীকৃতি পেয়েছে ইন্দোনেশিয়া-চীন-ভারত থেকে একাধিক আন্তর্জাতিক পদকপ্রাপ্ত বাংলাদেশের বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)।
১২ এপ্রিল ২০১৯, শুক্রবার ফিলিপাইন কেজন সিটির ফেয়ারভিউ পার্কে অবস্থিত রেডিও ভেরিতাস এশিয়ার সদরদপ্তরে এ সম্মাননা প্রদান করা হয়। রেডিও ভেরিতাস এশিয়ার জেনারেল ম্যানেজার ফাদার ভিক্টর এফ. সাদায়া, সিএমএফ, পিএইচডি এবং প্রোগ্রাম ডাইরেক্টর ফাদার সিংরায়ণ এন্থোনিয়াপান কর্তৃক স্বাক্ষরিত সম্মাননা স্মারক সার্টিফিকেট সহ অন্যান্য উপহার সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক একুশের বাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল-এর হাতে তুলে দেন রেডিও ভেরিতাস এশিয়ার প্রোগ্রাম ডাইরেক্টর ফাদার সিংরায়ণ এন্থোনিয়াপান। এসময় উপস্থিত ছিলেন, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা সার্ভিসের বাংলাদেশস্থ কার্যালয় বাণীদীপ্তির পরিচালক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু, সাবেক পরিচালক ফাদার কমল কোড়াইয়া, আরভিএ প্রোগ্রাম শাখার অডিয়েন্স রিসার্চ সেকশনের কর্মকর্তা আরলিন এ. ডোনারবার প্রমূখ।
রেডিও ভেরিতাস এশিয়ার প্রতি মূল্যবান সমর্থন ও শ্রোতাক্লাব কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে সক্রিয় থাকায় এই স্বীকৃতি দেওয়া হয়। একিভাবে ১৯৯৪ সাল থেকে রেডিও ভেরিতাস এশিয়ার প্রতি অকুন্ঠ সমর্থন ও অনবদ্য অবদান রাখায় এবং ফিলিপাইনে অনুষ্ঠিত ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে একমাত্র বাংলাদেশী ডিএক্সার ও শ্রোতাক্লাব সংগঠক হিসেবে সাফল্যের সাথে অংশগ্রহণ করায় দিদারুল ইকবালকেও সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় রেডিও ভেরিতাস এশিয়ার কর্তৃপক্ষ সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচির উচ্চ প্রশংসা করেন।
রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) কর্তৃক সেরা সক্রিয় ক্লাবের স্বীকৃতি লাভ করায় সাউথ এশিয়া রেডিও ক্লাব ও দিদারুল ইকবালকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ম অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশের শ্রোতামহলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।