সোমবার ● ১১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের অপারেশনের তারিখ নির্ধারন
বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের অপারেশনের তারিখ নির্ধারন
গাজীপুর জেলা প্রতিনিধি :: আগামী ১ ফেব্রুয়ারি সোমবার থেকে ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত গাজীপুর রোটারী ক্লাব ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের সহযোগিতায় রোটারী ক্লাব অব গুলশান লেক সিটি, ঢাকা ও আমেরিকার সানফ্রান্সিস্কোর একটি সেবামূলক সংস্থা এলায়েন্স ফর স্মাইলস আয়োজিত দক্ষ আমেরিকান চিকিত্সক দলের মাধ্যমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুফাটা সমস্যাজনিত যে কোন বয়সের রোগীদের অপারেশন করা হবে এবং ওষুধ দেওয়া হবে৷
১১ জানুয়ারি সোমবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবদুস সালাম সরকার এ তথ্য জানিয়েছেন৷
৩০ জানুয়ারি শনিবার পর্যন্ত ঠোঁটকাটা ও তালুফাটা সমস্যাজনিত যে কোন বয়সের রোগীদের নাম রেজিস্ট্রেশন৷ বিস্তারিত তথ্যের জন্য মো. জামাল উদ্দিন- ০১৭১৭৩৬৫৩৭৫, মো. সুজাউল ইসলাম- ০১৭১০০৪৫০৭২, আমানুল্লাহ আল মাসুম- ০১৭১৬৭৪৫৯৯৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন৷