মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে প্রতিবন্ধী নারী নিখোঁজ
সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে প্রতিবন্ধী নারী নিখোঁজ
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে গেছে খুরশিদা বেগম (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী।
আজ মঙ্গলবার ১৮ জুন সকাল সাড়ে ছয়টার দিকে বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাঙ্গু নদীর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে, ঘটনার খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্রগ্রাম থেকে ডুবুরি এনে নিখোঁজ নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকেও উদ্ধারের চেষ্টা করছে।
বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফরহাদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে ক্যান্টনমেন্ট সংলগ্ন বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাঙ্গু নদীর সেতুর কাছাকাছি নদীতে গোসল করতে নেমে মানসিক ভারসাম্যহীন ১ নারী নিখোঁজ রয়েছে। সকালে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিখোঁজ প্রতিবন্ধী নারীর খোঁজে উদ্ধার তৎপরতা চালাচ্ছি।
তিনি বলেন, নিখোঁজ খুরশিদা বেগমকে উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে ৩ জন ডুবুরি আনা হয়েছে। তাকে যতক্ষণ পাওয়া না যায় ততক্ষণ উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।