মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
প্রথম পাতা » জাতীয় » অন্যায়ের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে রুখে দাঁড়ান : ব্যারিষ্টার সুমন
অন্যায়ের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে রুখে দাঁড়ান : ব্যারিষ্টার সুমন
ষ্টাফ রিপোর্টার :: ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত গত মার্চ মাসে তার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলে ওসি মোয়াজ্জেম তাকে থানায় ডেকে জবানবন্দি নিয়ে ছিলেন। তার কয়েক দিনের মাথায় নুসরাতের গায়ে অগ্নিসংযোগ করা হলে সারাদেশে আলোচনা শুরুর হয়। তখন ওই জবানবন্দির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযোগ উঠে ওসি মোয়াজ্জেম ওই ভিডিও বেআইনিভাবে ধারণ করে ফেসবুকে ছেড়ে দিয়েছেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার আসামি সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার ১৬ জুন বিকেলে শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর ফেইসবুক লাইভে এসে ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আপনাদের জন্য একটা সুখব নিয়ে এসেছি। সেই ওসি মোয়াজ্জেমকে পুলিশ গ্রেফতার করেছে। গত এক সপ্তাহ ধরে আমরা অপেক্ষায় ছিলাম কবে গ্রেফতার হবে। পুলিশ তাকে গ্রেফতার করে প্রমাণ করেছে, অপরাধী যেই হোক পার পাবে না। এ জন্য ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন পুরো প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান।
ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আমি অন্যায়ের বিরুদ্ধে হবিগঞ্জ থেকে ডাক দিয়েছি। আপনারা যদি সবাই সবার স্থান থেকে ডাক দেন তাহলে আর কেউ অপরাধ করে পার পাবে না। তিনি সবাইকে অন্যায়ের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে রুখে দাঁড়ানোর আহবান জানান।