মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ২২ জুন ৯৯ হাজার ৯’শ শিশুকে ভিটামিন “এ” প্লাস খাওয়ানো হবে
খাগড়াছড়িতে ২২ জুন ৯৯ হাজার ৯’শ শিশুকে ভিটামিন “এ” প্লাস খাওয়ানো হবে
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগ ও এনএনএস এর আয়োজনে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকবৃন্দের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত। আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয় হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলন খাগড়াছড়ি সিভিল ডেপুটি সভিল সার্জন সরওয়ার মাহবুব, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিৎ চাকমা, খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ ও সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক কানন আচার্য্য।
কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন বলেন, ৬-১১ মাস বয়সী ১২ হাজার ৭ শত ৬৩ জন ও ১২-৫৯ মাস বয়সী ৮৭ হাজার ১ শত ৭৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবিষয়ে গনমাধ্যমে ব্যাপক প্রচার প্রচারনার করা জন্য খাগড়াছড়ি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিকদের অনুরোধ জানান।
খাগড়াছড়ি জেলায় ২২ জুন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে সর্বমোট ১০১০ টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে। আগামী ২২ জুন সকালে খাগড়াছড়ি কমলছড়ি হ্যাডম্যান পাড়া কমিউনিটি ক্লিনিক সেন্টারে প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন শরনার্থী পূর্ণবাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা উপস্থিত থাকবেন বলে অবহিত করেন ডেপুটি সিভিল সার্জন সরওয়ার মাহবুব।