বুধবার ● ১৯ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাউজানে নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তরসর্ত্তা দরগাহ উচ্চ বিদ্যালয় থেকে এক নৈশ প্রহরী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এই নৈশ প্রহরী কে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে এলাকার মানুষের মাঝে।
গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত ঐ নৈশ প্রহরী লাশ আজ বুধবার ১৯ জুন সকালে উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মর্গ প্রেরণ করেছে।
মঙ্গলবার রাতে ১নং হলদিয়া ইউনিয়নের দরগাহ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, গ্রামবাসী সূত্রে খবর পেয়ে রাউজান থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৈশ প্রহরী মো. জাহাঙ্গীর আলম (৫৫) লাশ উদ্ধার করে।
স্থানীয় লোকজন জানান, প্রতি রাতের মত গত মঙ্গলবার নৈশ প্রহরী পাহারা দিলেও সকালে বেলা একটি ক্লাস ঘরের চালার সাথে তার লাশ ঝুলতে দেখা যায়।
স্থানীয় সুত্র জানায়, স্কু্লের নানা উন্নয়নের কাজ চলছে হয়তো কেই এই স্কুলে চুরি করতে গিয়ে বাধা প্রকাশ করাতে বা তাঁকে স্কুলের চাকরীর থেকে সরিয়ে তাঁর স্থানে অন্য এক জনকে নিয়োগ দিতে এমন ঘটনার জন্য তাঁকে হত্যা করা হতে পারে।
রাউজান থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মেডিক্যাল রিপোর্ট ও তদন্ত ছাড়া জাহাঙ্গীরকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে তা সঠিক করে বলা সম্ভব না। তদন্ত পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
রাউজানের দু’ব্যাক্তি গাড়ী নিয়ে নিখোঁজ
রাউজান :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কুমিল্লা যাওয়ার পথে রাউজানের দু’ব্যাক্তি নিখোঁজ হয়েছে।
জানা যায়, চিকদার ইনিয়নের ৭নং ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে সাইফুদ্দিন মুন্না প্রকাশ (ননা মিয়া) মাছের পোনা সংগ্রহের জন্য গাড়ী ভাড়া করে একই এলাকার স্বপন দে’র পুত্র প্রবোক্স ডাইভার রানা দে’র। পারিবারিক সূত্রে জানায় গত (১৮-জুন) সোমবার সন্ধ্যা ৬টায় রাউজান থেকে রাওনা দেয় কুমিল্লার উদ্যশ্যে।
আজ বুধবার ১৯-জুন পষর্ন্ত বাড়ি ফিরে না আসায় দুই পরিবারে মধ্যে চলছে নানা দুর্চিন্তা।
নিখোঁজ ডাইভার রানা দের পরিবারের দাবি অপহরনে শিকার হতে পারে তাদের সন্তান।
রানার আত্বীয় অঞ্জন চৌধুরী জানান, তাঁরা দুই জন চট্টমেট্রো-গ-১৩-৩৯৮১ প্রভোক্স কার নিয়ে কুমিল্লার যাত্রা করে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারটা পষর্ন্ত রানার সাথে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। এরপর তার মোবাইল বন্ধ হয়ে যায়। একই ভাবে যাত্রি হিসাবে ভাড়া করা ননা মিয়ার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। অঞ্জন চৌধুরী জানান, পরিকল্পিত ভাবে ননা মিয়া অপহরণ ও গাড়ী ছিনতাই করতে পারে। এই নিয়ে রাউজান থানায় একটি অভিযোগ অবহিত করা হয়েছে বলে তিনি জানান।