বুধবার ● ১৯ জুন ২০১৯
প্রথম পাতা » জাতীয় » পুলিশের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন : ব্যারিষ্টার সুমন
পুলিশের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন : ব্যারিষ্টার সুমন
নানা জল্পনা-কল্পনা শেষে গত ১৬ জুন সোমবার গ্রেফতার হন সোনাগাছির সমালোচিত পুলিশের ওসি মোয়াজ্জেন।
গ্রেফতারি পরোয়ানা জারির ২০ দিন পর গ্রেফতার হন ফেনীর সোনাগাজী থানার সাবেক এই পুলিশ কর্মকর্তা।
গ্রেফতারের পর তার প্রতি পুলিশের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তোলেন মামলার বাদি ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেন, ’এটাতো স্পষ্ট যে শুরু থেকেই পুলিশ ওসি মোয়াজ্জেমের প্রতি সহানুভূতিশীল৷ সাধারণ মানুষকে আটকের পর হ্যান্ডকাপ পরানো হয়, কিন্তু তাকে পরানো হয়নি ৷
সোমবার ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন আরো বলেন, পুলিশ তাকে সুযোগ দিয়েছে ৷ চাইলে তাকে আরো আগে গ্রেফতার করতে পারতো ৷ আমরা চাই সাধারণ মানুষের প্রতিও পুলিশ যেন এ রকম আচরণ করে’৷
অভিযোগ রয়েছে,নুসরাত জাহান রাফি মাদ্রাসার অধ্যক্ষ এর বিরুদ্ধে যৌন হয়রানির বিষয়ে অভিযোগ করতে গেলে সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন অসহযোগিতা এবং অবহেলা করেন ৷ এমনকি জিজ্ঞাসাবাদের নামে নুসরাতকে না জানিয়ে তার বক্তব্যের ভিডিও ধারণ করেন এবং তা ছড়িয়ে দেন ৷এ বিষয়টি যখন ভাইরাল হয় তখন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করেন ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন ।