বৃহস্পতিবার ● ২০ জুন ২০১৯
প্রথম পাতা » করোনা আপডেট » পাহাড়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নামেই মাত্র
পাহাড়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নামেই মাত্র
বান্দরবান প্রতিনিধি :: প্রতিবারের মত এবারও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বিশাল আকারের সাংবাদিকদের খুশি করার জন্য অনারিয়ামসহ ওরিয়েন্টেশন কর্মশালা করে শিশুদের সঙ্গে প্রতারণা করে আসছে বান্দরবান স্বাস্থ্য বিভাগ। বান্দরবানের সাতটি উপজেলার দুর্গম এলাকার প্রত্যন্ত অঞ্চলে শিশুরা পায় না ভিটামিন এ প্লাস ক্যাপসুল।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বান্দরবানের দুর্গম রুমা উপজেলার কেওকারা ডং পাহাড় এর চুংচং পাড়া, তিন দলতে পাড়া, সুলোপি পাড়া, গালেঙ্গ্যা ইউনিয়নের পানতলা পাড়া, পাইন্দু ইউনিয়নের মুয়লপি পাড়া, আর্তাপাড়া, রোয়াংছড়ি উপজেলার পাইংক্ষং পাড়া, থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের দুর্গম পাড়াগুলোতে শিশুরা পায় না ভিটামিন এ প্লাস ক্যাপসুল।
আজ বৃহস্পতিবার ২০ জুন সকালে বরাবরেই প্রতি বারের মত এ বছরও বান্দরবানের দুর্গম এলাকার শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে তা প্রচার করার জন্য বান্দরবান সিভিল সার্জন অফিসে সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালা করেছে স্বাস্থ্য বিভাগ। কর্মশালায় বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার অংসুইপ্রু মারমা সাংবাদিকদের কে অনুরোধ করেন বান্দরবানের সবগুলো দুর্গম এলাকায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে তা পত্র পত্রিকায় প্রকাশ করার জন্য।
এদিকে, রুমা উপজেলার পাসিং পাড়াপ্রধান পাসিং ম্রো কারবারি বালেন, আমরা পাহাড়ি এলাকার মানুষ ঠিকমতো আমরা স্বাস্থ্য সেবা পায় না, দুর্গম এলাকা হলেও বান্দরবান এর সাথে আমাদের যোগাযোগ এখন কিছুটা ভাল হয়েছে কিন্তু স্বাস্থ্য খাতের বিভিন্ন সুযোগ-সুবিধা গুলো আমাদেরকে দেওয়া হয় না। বান্দরবান ব্রাক থেকে কিছু মশারি দেওয়া হলেও আমাদের শিশুরা ভিটামিন এ প্লাস ক্যাপসুল পায় না বিষয়টি সরকার দেখলে ভাল হয়।
এ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমা, সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা সাশৈচিং মারমা, বান্দরবানে কর্মরত ইলেকট্রনিক,প্রিন্ট মিডিয়ার ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।