রবিবার ● ২৩ জুন ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে আ’লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আত্রাইয়ে আ’লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ রবিবার ২৩জুন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও কেক কাটেন নেতা-কর্মীরা। পরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী.নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মস্তফা বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইউপি চেয়ারম্যান আফসার আলী প্রামানিক, ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাদী মসনদ সনদ স্বরুপ, সাধাারণ সম্পাদক হুমায়ন কবির সোহাগসহ দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
আত্রাইয়ে চাঞ্চল্যকর স্কুল ছাত্রীর আত্মহত্যা প্ররোচনায় মামলা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে দশম শ্রেণীর ছাত্রী বন্যা আক্তার (১৫) বিষপানে আত্মহত্যা ঘটনায় আত্রাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর আত্রাই থানা পুলিশ অভিযুক্ত আব্দুল্লাহকে (১৭) গ্রেফতার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ভোঁপাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে ও ভোঁপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বন্যা আক্তারকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্ত্যক্ত করত একই গ্রামের টুকু মন্ডলের ছেলে আব্দুল্লাহ মন্ডল (১৭)। বন্যা তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করতো। এক পর্যায় বিষয়টি জানাজানি হলে লজ্জায় ও ক্ষোভে বন্যা গত বুধবার বিকেলে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে গত বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গ্রামের বখাটে আব্দুল্লাহর ইভটিজিংয়ের কারনে বন্যা অকালে আতœহত্যার পথ বেছে নিয়েছে। এ ব্যাপারে বন্যার পিতা বাদি হয়ে গত শনিবার রাতে আত্রাই থানায় মামলা করেছেন। মামলা দায়েরের পর গতকাল রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার এসআই কামরুজ্জামান ফোর্সসহ অভিযান চালিয়ে আব্দুল্লাহকে গ্রেফতার করেছে।