বুধবার ● ২৬ জুন ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার জেলা প্রশাসনের কর্মপরিকল্পনা অগ্রগতি বিষয়ক সভা
গাইবান্ধার জেলা প্রশাসনের কর্মপরিকল্পনা অগ্রগতি বিষয়ক সভা
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার জেলা প্রশাসনের ৩ বছরের কর্মপরিকল্পনা (২০১৮-২০২০) এর অগ্রগতি বিষয়ক এক সভা আজ বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। লোকাল গভর্নেন্স ফর চিলড্রেন (এলজিসি) এর আওতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিয়সেফ) এর যৌথ কর্মসূচির আয়োজন করে।
সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাংবাদিক, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, প্রমুখ। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসনের মুক্তিযুদ্ধের চেতনা প্রচেষ্টা, সকল স্তরের শিক্ষার মান বৃদ্ধি, সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির অধিকতর ব্যবহার, ভূমি সেবা সহজীকরণ, আইন শৃংখলা ও সুশাসন, দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন, মানব সম্পদ উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়। এছাড়া আগামী দিনগুলোতে উল্লেখিত ক্ষেত্রে লক্ষ্য অর্জনে জেলা প্রশাসনের কর্মতৎপরতা আরও বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করা হয়।