মঙ্গলবার ● ১২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের প্রধান মন্ত্রীর কাছে স্মারকলিপি
রাঙামাটিতে সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের প্রধান মন্ত্রীর কাছে স্মারকলিপি
ষ্টাফ রিপোর্টার :: মঙ্গলবার ১২ জানুয়ারী রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৮ম জাতীয় কমিশনে পার্বত্য কর্মচারীদের পাহাড়ী ভাতা ৩০% থেকে কমিয়ে ২০% বহাল করায় বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা শাখা রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে৷
সরকারী কর্মচারীরা তাদের স্মারকলিপিতে উল্লেখ করে “বেতনের সর্বত্র কমবেশী সকল সূচক বৃদ্ধি করিলেও পার্বত্য কর্মচারীদের প্রাণের দাবি পাহাড়ী ভাতা ৩০% হতে কমিয়ে ২০% করা হয়েছে, এতে পার্বত্য কর্মচারীগণ অত্যান্ত আশাহত ও মর্মাহত৷ ২০% হারে নিন্ম বেতনভুক্ত কর্মচারীগণ কখনো ৫,০০০ টাকা প্রাপ্য হইবে না ৷ তাছাড়া পার্বত্য জেলা ও উপজেলায় পাহাড়ী ভাতা কখনো কমবেশী ছিলনা ৷ বর্তমানে প্রদেয় পাহাড়ী ভাতা জেলায় কম উপজেলায় বেশী৷ এই রীতি সংশোধন পুর্বক পার্বত্য জেলা সমূহে সর্বত্র সকল কর্মচারীদিগকে পূর্বের ন্যায় ৩০% হারে এবং সকলকে সমহারে ৫,০০০-১০,০০০ টাকা পাহাড়ী ভাতা প্রদানের জোর দাবি জানাইতেছি”৷
বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি মোঃ নাদিরুজ্জামান ও সাধারন সম্পাদক মোঃ মাবুদুল হক স্বাক্ষরিত রাঙামাটি জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাঙামাটি পার্বত্য জেলা৷
এসময় বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মোঃ নাদিরুজ্জামান, সহ সভাপতি ইন্দ্রদত্ত তালুকদার, সাধারন সম্পাদক মোঃ মাবুদুল হকসহ বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা শাখার সিরাজুল হক, মমিনুল ইসলাম, মঈনুল হোসেন ও আব্দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন৷