রবিবার ● ৩০ জুন ২০১৯
প্রথম পাতা » ঢাকা » তারা মনে করে টাকা থাকলে বড় বড় আইনজীবী পাওয়া যায় : ব্যারিষ্টার সুমন
তারা মনে করে টাকা থাকলে বড় বড় আইনজীবী পাওয়া যায় : ব্যারিষ্টার সুমন
ঢাকা প্রতিনিধি :: ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় বিতর্কিত সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১০ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
আজ রবিবার ৩০ জুন এই মামলার অভিযোগ গঠনের শুনানির ধার্য দিনে মোয়াজ্জেম হোসেনের আইনজীবী অভিযোগ গঠনের বিষয়ে সময় চেয়ে আবেদন করেন। বিচারক সময় আবেদন মঞ্জুর করে ১০ জুলাই দিন ধার্য করেন।
চার্জ শুনানিকালে মোয়াজ্জেমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদিন মামলার বাদী ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন ট্রাইব্যুনালে হাজির হন।
মামলার শুনানি শেষে ব্যারিষ্টার সায়েদুল হক সুমন বলেন, আমার কষ্ট লেগেছে এই বিষয়টাই যে, সাবেক ওসি মোয়াজ্জেমের পক্ষে হয়তো কোন আইনজীবী পাওয়া যাবে না, ভেবেছিলাম। কিন্তু আদালতে গিয়ে দেখি অনেক সিনিয়র আইনজীবী উনার পক্ষে রয়েছেন যা দেখে আমার কিছুটা লজ্জা লেগেছে। পেশায় আমরা নিয়োজিত আছি ঠিক আছে কিন্তু কিছু জায়গায় আমরা যদি বিরত না থাকি তাহলে এরকম আসামিরা উৎসাহিত হয়। তারা মনে করে টাকা থাকলে বড় বড় আইনজীবী পাওয়া যায়। এটা আমাকে ব্যক্তিগতভাবে ব্যথিত করেছে।
তিনি বলেন, আসামির পক্ষের আইনজীবীরা আমরা যে ভিডিওটা আদালতে জমা দিয়েছি সেটা তারা দেখতে চান। উনাদের বাহির থেকে দেখেছেন, কিন্তু হয়নি। তাই আমাদের জমা দেওয়া ফুটেজ আবার তারা দেখতে চান। আমি মনে করি সময় ক্ষেপণ করার চেষ্টা করেছেন তারা। আর তাতে তারা কিছুটা হলেও সফল হয়েছেন।