![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বুধবার ● ৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » গোয়াহরি গ্রামে বাঘ আটক : বন বিভাগে হস্তান্তর
গোয়াহরি গ্রামে বাঘ আটক : বন বিভাগে হস্তান্তর
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে ১ ফুট উচ্চতা ও ৪ ফুট লম্বা একটি মেছো বাঘ আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের হারুন মিয়া নামের এক ব্যক্তি ওই মেছো বাঘকে আটক করেন বলে স্থানীয় সূত্রে জানাগেছে।
বাঘ আটকের পর স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেনের মাধ্যমে গ্রামবাসি বাঘ বনবিভাগে হস্তান্তর করেন।
গোয়াহরি গ্রামের ইকবাল হোসেন জানান, গ্রামের হারুণ মিয়ার মুরগির ফার্মে প্রতিরাতে বাঘ হানা দেয় এবং হাঁস, মুরগি খেয়ে চলে যায়। বাঘের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে হারুণ মিয়া মঙ্গলবার রাতে ফাঁদ পেতে বাঘ আটক করেন।