মঙ্গলবার ● ১২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীতে ডিসেম্বর মাসের বেতন পরিশোধের দাবিতে দুটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে ১২ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিক্ষোভ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে৷ এতে প্রায় ১ ঘন্টা এ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে৷ পরে পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়৷
শ্রমিকরা জানায়, টঙ্গী মিলগেট এলাকায় ঢাকা ময়মনসিংহ সংলগ্ন টপস এন বটমস ফ্যাশন লিমিটেড ও সাচ ফ্যাশন পোশাক কারখানার শ্রমিকরা গত ডিসেম্বর মাসের বেতন পরিশোধের দাবিতে গত সোমবার বিকেলে কারখানা কতৃপক্ষের নিকট দাবি জানিয়ে কোন সঠিক সমাধান না পেয়ে তারা মঙ্গলবার সকালে কাজে যোগ দিয়ে বেতনের কোন আবাস না পেয়ে তারা সকাল সাড়ে ৮টায় কারখানা থেকে বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় অবরোধ করেছে৷ এসময় মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পরে৷ এতে করে ব্যাপক যানজটের সৃষ্টি হয়৷ পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদেও বুঝিয়ে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়৷ শ্রমিকরা এখনো কারখানার সামনে অবস্থান করছে একই দাবিতে ৷ দুটি কারখানাই একই মালিকের বলে জানান শ্রমিকরা৷