শুক্রবার ● ৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » জরাজীর্ণ কাঠের সেতুই একমাত্র ভরসা : দুর্ভোগে এলাকাবাসি
জরাজীর্ণ কাঠের সেতুই একমাত্র ভরসা : দুর্ভোগে এলাকাবাসি
গাইবান্ধা প্রতিনিধি :: গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নে নলেয়া নদীর উপর আমিনের ঘাটে দীর্ঘদিন যাবত সেতু নির্মাণের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। ৮০ ফুট দৈর্ঘ্য একটি জরাজীর্ণ কাঠের সেতুর উপর দিয়েই ঝুঁকি নিয়েই জনগণকে পথ চলাচল করতে হচ্ছে। এই কাঠের সেতুতে কোন যানবাহন চলাচল করতে পারে না বলে মালামাল পরিবহনেও এলাকাবাসিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নাকাইহাট ইউনিয়নের পুরানদহ গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামগুলোর মানুষের চলাচলের একমাত্র ভরসাই এই কাঠের সেতু। এব্যাপারে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে এলাকাবাসির পক্ষ থেকে একটি ব্রীজ নির্মাণের জন্য দাবি জানানো হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
পুরানদহ গ্রামের মেঘারচর পাড়ার গ্রামের বাসিন্দারা জানান, জরাজীর্ণ কাঠের সেতুটি পারাপারে বেশি সমস্যায় পড়তে হয় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও শিশুদের। এই প্রতিকূলতার মধ্য দিয়ে নিয়মিত গোবিন্দগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকে এতদঞ্চলের শিক্ষার্থীরা। তদুপরি উপজেলা সদরের ব্যবসা-বাণিজ্য, হাট-বাজার, চিকিৎসার জন্য হাসপাতালে যাতায়াত, মামলা মোকদ্দমাসহ নিত্য প্রয়োজনীয় যেকোনো কাজে এই সেতুর উপর দিয়েই নলেয়া নদীর এ পাড়ের মানুষদের যেতে হয় উপজেলা সদরে। রিক্সা-ভ্যানসহ হালকা যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে ঝুঁকিপূর্ণভাবে সেতুটি পার হতে হয় বলে জানালেন এলাকার ভূক্তভোগী মানুষগুলো।
এ বিষয়ে নাকাইহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের জানান, এলাকার মানুষের চলাচলের এ দুর্ভোগ দীর্ঘদিনের। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় নলেয়া নদীর উপর ব্রিজ-সেতু নির্মাণ করা সম্ভব হয়নি। তবে এলাকাবাসীর দাবির মুখে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে ২০১৭ সালে আমিনের ঘাটে কাঠের এই সেতুটি নির্মিত হয়।
এ প্রসঙ্গে জাতীয় সংসদ সুত্রে জানা গেছে, আমিনের ঘাটে নলেয়া নদীর উপর কাঠের সেতু নির্মাণের জন্য প্রাক্কলন তৈরী করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বল্প সময়ের মধ্যে সেতুটি নির্মাণের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত-৩
গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় রাজু মিয়া (৩৬) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ভ্যান চালকসহ আরও ৩ জন। নিহত ভ্যানযাত্রী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শাকপালা গ্রামের জোনাব আলীর পুত্র ।
জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া হ্যালিপ্যাড নামক স্থানে বৃহস্পতিবার (০৪ জুলাই) সকাল সোয়া ১০ টার দিকে বালুয়া বাজার থেকে ভ্যানযোগে গোবিন্দগঞ্জ বন্দরে যাওয়ার পথে একটি একটি মালবোঝাই ট্রাক সাইড নিতে গিয়ে যাত্রীবাহী একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী রাজু মিয়া নিহত হয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রতন চন্দ্র শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।