শুক্রবার ● ৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে রথযাত্রা অনুষ্ঠিত
চাটমোহরে রথযাত্রা অনুষ্ঠিত
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহরে প্রতিবছরের ন্যায় চাটমোহরে ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের ৪ জুলাই বিকেলে শ্রী শ্রী রথযাত্রা উৎসব পালন হয়েছে।
পৌরসদরের বালুচর রথখোলা চত্বরে আনুষ্ঠানিক ভাবে রথযাত্রা’র শুভ উদ্বোধন করেন পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ্। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন। স্বাগতিক বক্তব্য দেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী রিন্টু কুন্ডু।
শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে শত শত নারী-পুরুষ পূণ্যার্থী বালুচর জগন্নাথ মন্দির চত্বর থেকে একটি রথ দোলবেদিতলা মন্দির এবং কর্মকারপাড়া শ্রী শ্রী রাধাবল্লভ মন্দির চত্বর থেকে আরও একটি রথ দোলবেদিতলা মন্দির চত্বরে নিয়ে আসা হয়। এসময় দোলবেদিতলা মন্দির প্রাঙ্গণ পূণ্যার্থী ভক্তদের মিলন মেলায় পরিনত হয়। আনুষ্ঠানিকতা শেষে উভয় রথ স্ব-স্ব মন্দির চত্বরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
রথযাত্রা উপলক্ষে আইন শৃংখলা রক্ষায় পুলিশ সদস্য মোতায়েন ছিল।
বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : কবীর মাহমুদ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহর মিলনায়তনে ৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে নবাগত জেলা প্রশাসক কবীর মাহমুদের সাথে চাটমোহর উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক কবীর মাহমুদ। তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রসাশন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন।
বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা গড়তে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, পেশাজীবী, প্রশাসন এবং সকল পেশার জনগন সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।” পাবনা’র নবাগত জেলা প্রশাসক (ডিসি) জনাব করীর মাহমুদ এ কথা বলেন।
চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, ওসি সেখ নাসীর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব কে. এম. আনোয়ারুল ইসলাম, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় প্রত্রিকার সম্পাদক সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন, দৈনিক প্রমূখ।
তিনি আসন্ন বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী উপলক্ষে সবাইকে একটি করে ভাল কাজ করার আহ্বান জানান।