মঙ্গলবার ● ১২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » গাজীপুরে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিত্সা
গাজীপুরে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিত্সা
গাজীপুর জেলা প্রতিনিধি :: বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ১১ ফিল্ড অ্যাম্বুলেন্স গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ দিনব্যাপী চক্ষুশিবির শুর হয়েছে৷
সেনাবাহিনীর সাভার এরিয়া কমান্ডার ও জিওসি, ৯ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল আনোয়ার-উজ-জামান পিএসসি ১১ জানুয়ারি সোমবার সকালে চক্ষুশিবির উদ্বোধন করেন৷
আয়োজকরা জানান, চক্ষুশিবিরে ৪৫ জন গরিব ও দুস্থ রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ চোখের নানা সমস্যার চিকিত্সা দেওয়া হবে৷ রোগীদের প্রয়োজনীয় লেন্সসহ সব ধরনের ওষুধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হবে৷ চক্ষুশিবিরে সামরিক চক্ষুবিশেষজ্ঞের পাশাপাশি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিত্সকগণ চিকিত্সা কার্যক্রম পরিচালনা করছেন৷
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্নেল মো. আমিনুল ইসলাম, লে. কর্নেল মো. আবুল কালাম আজাদ, মেজর মো. জামসেদ, ক্যাপ্টেন শেখ মনিরুজ্জামান, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডা. তপনকান্তি সরকারসহ ৯ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা৷