রবিবার ● ৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » কৃষকের ঘর থেকে ৩২টি গোখরা সাঁপের বাচ্চাসহ ডিম উদ্ধার
কৃষকের ঘর থেকে ৩২টি গোখরা সাঁপের বাচ্চাসহ ডিম উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপায় সাদেক শেখ নামে এক কৃষকের বসতঘর থেকে ৩২টি বিষধর গোখরা সাঁপের বাচ্চাসহ ডিম উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার মালিপাড়া গ্রামে এ বিষধর গোখরা সাঁপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। কৃষক সাদেক শেখের পুত্র হালিম জানান, গত শুক্রবার সকালে ঘরের কোণে সাঁপের খোসা দেখতে পাওয়া যায়। সেই কারনেই রবিবার সাপুড়ে ডেকে ঘর খোঁড়ার কাজ শুরু করা হয়। খোঁড়াখুঁড়ির একপর্যায়ে ঘরের কোন থেকে ৩২টি বিষধর গোখরা সাঁপের বাচ্চাসহ বেশ কয়েকটি ডিম উদ্ধার করেছে সাপুড়ে। সাপুড়ে চিত্তরঞ্জন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কড়ি চালান দিয়ে বুঝতে পারি ঐ স্থানে অনেক গুলো বিষধর সাপ আছে। পরে ঘরের মাটি খুঁড়ে ৩২ টি বিষধর গোখরা সাঁপের বাচ্চাসহ ডিম উদ্ধার করা গেলেও মা গোখরা সাঁপটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে মা গোখরা ধরতে চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
হরিণাকুন্ডুতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলার সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক, মেধাবী ছাত্রনেতা ও ছাত্রলীগ সভাপতি রানা হামিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা ভিত্তিহীন আপত্তিকর ছবি প্রচার করায় রবিবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রুবেল আহম্মেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা দোয়েল চত্বরে রুবেল আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিমুল আহম্মেদ, জসীম আহম্মেদ আলমগীর হোসেন, রাজু আহম্মেদ, প্রমুখ। বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, জেলা নেতা রানা হামিতের বিরুদ্ধে আপত্তিকর ছবি প্রচার সহ সংবাদ পরিবেশনকারীদের হুশিয়ার করে ঘৃনীত অপরাধের তীব্রনিন্দা ও ক্ষোভ জানান।
পাওয়ার টিলারে ফেন্সিডিল বহনের সময় টিলারসহ ২যুবক গ্রেফতার
ঝিনাইদহ :: রবিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুরে ২২ বোতল ফেন্সিডিল ও একটি পাওয়ারটিলার সহ ২যুবকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ। জানাগেছে, মহেশপুর থানার এসআই সিরাজ নস্তী এলাকার ইটভাটার কাছ থেকে পাওয়ার টিলারে ফেন্সিডিল বহনের সময় বালিনগর গ্রামের আবুল হোসেনের পুত্র সোলাইমান কবির (২১) ও আমিননগর হলদিপাড়া গ্রামের লালন আলীর পুত্র মিন্টু রহমানকে ২২ বোতল ফেন্সিডিল সহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।