![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে গরুর বিচরণ ঠেকাতে পুলিশের সহায়তা চেয়েছে পৌরবাসী
ঝালকাঠিতে গরুর বিচরণ ঠেকাতে পুলিশের সহায়তা চেয়েছে পৌরবাসী
ঝালকাঠি প্রতিনিধি :: এলাকাবাসী জানায়, গরুর অত্যাচার ব্যাপক হারে বেড়েছে। গরুর মালিকদের বারবার বলা সত্ত্বেও নিষেধ মানছেন না তাঁরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরু দল বেঁধে রাস্তায় মসজিদের সামনে,দোকানের সামনে অবাধে বিচরণ করে। গরুর মলমূত্রে রাস্তাঘাট নোংরা হয়ে যায়। এতে পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হয়। অনেক সময় গোবরে পা পড়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
শ্রাবনী মেডিসিন এর মালিক মোস্তাক আহম্মেদ বলেন, ‘কোনো শহরে গরুর এ ধরনের অবাধ বিচরণ দেখিনি। বিরাট আকৃতির গরু দেখে শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে।’ তিনি আরও বলেন, মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে একাধিক জায়গায় গোবর পড়ে থাকতে দেখা গেছে। অসাবধানতাবশত কেউ পা দিলে মুসুল্লিদের নামাজ হয়না।
ঝালকাঠির পানের দোকানদার সুমন বলেন, গরুর অত্যাচারে দোকানিসহ ক্রেতারা অতিষ্ঠ। এসব গরু দোকানের নানা পণ্য খেয়ে ফেলে। দোকানের মালামালের ওপর মলমূত্র ত্যাগ করে।
ঝালকাঠির থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুতাহের বলেন, আমি মেয়র সাহেবের সাথে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।