রবিবার ● ৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে মগ লিবারেশন পার্টি ও পিসিজেএসএস এর ৩ সদস্য আটকের পর কারাগারে প্রেরণ
বান্দরবানে মগ লিবারেশন পার্টি ও পিসিজেএসএস এর ৩ সদস্য আটকের পর কারাগারে প্রেরণ
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে আলোচিত মগ লিবারেশন পার্টির সন্দেহভাজন এক সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) এর ২ সদস্যকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী। পরে বান্দরবান সদর থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মগ লিবারেশন পার্টি সদস্য সন্দেহে ১জন ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস-মুল) সদস্য সন্দেহে নিরাপত্তা বাহিনী। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা আওয়ামী লীগ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বেশ কয়েকজন নেতাকর্মী হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করে।
আটককৃতরা হলেন : পিসিজেএসএস সন্দেহে ৯ নম্বর রাবার বাগান থেকে আটক খুকুমণি তংচঙ্গা ও বাঙ্গালহালিয়া এলাকা থেকে আটক মং থুইনু মারমা এবং মগ লিবারেশন পার্টি সন্দেহে বান্দরবান বাজার থেকে আটক মং ক্য চিং মারমা। তাদের বান্দরবান সেনা বাহিনীর সদর জোন আটককের জিজ্ঞাসাবাদ করা হলে তারা আওয়ামী লীগ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বেশ কয়েকজন নেতাকর্মী হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করে।
বান্দারবান সদর থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) এনামুল হক ভূইয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আটককৃতদের মধ্যে খুকুমণি তংচঙ্গা ও মং থুইনু মারমাকে সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চ থোয়াই মং মারমা হত্যাকাণ্ডে আসামি করা হয়েছে। অন্য দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থক বিনয় তঞ্চঙ্গা হত্যাকাণ্ডের ঘটনায় আসামি করা হয়েছে মং ক্য চিং মারমাকে। পরে আটককৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন।
প্রসঙ্গত, বান্দরবানে মগ লিবারেশন পার্টি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসি(জেএসএস-মুল) এর মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ পর্যন্ত রাজবিলা, কুহালং রোয়াংছড়িসহ বেশ কয়েকটি এলাকায় উভয় সংগঠনের ৬ নেতাকর্মী নিহত হয়েছে। এই ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস এর ১১ জন নেতাকর্মী জেলহাজতে রয়েছেন। খুনের ঘটনাকে কেন্দ্র করে দুর্গম এলাকা থেকে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরের বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে অবস্থান করেছেন এবং এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) এর অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন।