মঙ্গলবার ● ৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » তৃতীয় লিঙ্গের মানুষদেরও ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করা হচ্ছে : নির্বাচন কমিশনার
তৃতীয় লিঙ্গের মানুষদেরও ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করা হচ্ছে : নির্বাচন কমিশনার
নওগাঁ প্রতিনিধি :: নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন আমরা এবার ভোটার তালিকায় নতুন কিছু যুক্ত করেছি। বর্তমানে তৃতীয় লিঙ্গের মানুষদেরও ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করা হচ্ছে। তারা ইচ্ছে করলে পুরষ কিংবা নারী যে কোন একটিতে নিজেদের নাম ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করতে পারবে। তৃতীয় লিঙ্গের যে ব্যক্তির মেয়েলী আচরন বেশি তাকে মেয়ে হিসেবে এবং যার আচরন পুরুষের মতো তাকে পুরুষের তালিকায় অর্ন্তভুক্ত করতে হবে। এটি আমাদের কাছে পাবলিক ডকুমেন্ট হিসেবে কাজ করবে। তিনি আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৯ উপলক্ষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগনের প্রশিক্ষণ কর্মশালায় এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন অত্যন্ত সাবধানতা ও নিষ্ঠার সঙ্গে এই কাজ করতে হবে যেন কোন তথ্য ছাড়া না পড়ে। কারণ এই তালিকার উপরই নির্ভর করবে একজন নাগরিকের সকল সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়টি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমীনের সঞ্চালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল প্রমুখ।
আত্রাইয়ের কবিগুরুর পতিসর পরিদর্শন করলেন নির্বাচন কমিশনার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য নওগাঁর আত্রাইয়ের পতিসরে তার কাচারি বাড়ি পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।
আজ মঙ্গলবার দুপুরে পতিসর কাচারি বাড়ি পরিদর্শনে আসেন। এর আগে রাণীনগর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৯ উপলক্ষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগনের প্রশিক্ষণ কর্মশালায় মিলিত হন। সভায় অত্যন্ত সাবধানতা ও নিষ্ঠার সঙ্গে এই কাজ করার বিষয়ে তিনি দিক নির্দেশনামূলক আলোচনা করেন। এর পর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, ও আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেনকে তাঁর সফর সঙ্গী নিয়ে আত্রাই উপজেলার পতিসর বিশ্ব কবি রবীন্দ্রনাথের কাচারি বাড়ি পরিদর্শন করেন।