শনিবার ● ১৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » বগুড়া » গাবতলীতে মারপিটে আহত দুলাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে
গাবতলীতে মারপিটে আহত দুলাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে
বগুড়া প্রতিনিধি :: বগুড়ার গাবতলীতে দুলাল প্রাং (৪৬) গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শজিমেক হাসপাতালে আজ শনিবার সকাল পৌনে ১০টায় মারা গেছেন। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৮থেকে ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা রামেশ্বরপুর ইউনিয়নের ঘোন সাঘাটিয়া গ্রামে। এ ঘটনায় পুলিশ মহিলা’সহ ৩জন কে গ্রেফতার করেছে।
জানা গেছে, ওই গ্রামের জয়নাল আবেদীনের পুত্র মিনহাজুল ইসলাম (৪৫) সাথে ঘোন সাঘাটিয়া নয়াপাড়া গ্রামের খাজা মিয়া পুত্র জাকিরুল ইসলাম (২৩) তুচ্ছ ঘটনায় গত রমজান মাসে কলহ ঝগড়া বিবাদ হয়। এর জেরধরে গত শুক্রবার সন্ধ্যায় আবারও মিনহাজুল ও জাকিরুলের মধ্যে ঝগড়া ও মারপিট হয়। এসময় জাকিরুল তাঁর দলবল নিয়ে ঘোন সাঘাটিয়া গ্রামের আমজাদের পুত্র রকি (৩০) কে উঠে নিয়ে যায়। তারপর রকি পিতা আমজাদ, রকি চাচা দুলাল, তার স্ত্রী ইউপি সদস্য নাজমা’সহ ৭থেকে ৮জন রকি’কে উদ্ধার করা জন্য সাঘাটিয়া নয়াপাড়া গ্রামে গেলে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এতে দুলাল (৪৬), কাজল (৩৫), আমজাদ (৫২) ও রনি (২২) গুরুত্বর আহত হয়ে বগুড়া শজিমেক হাসাপাতালে ভর্তি হয়। এদের মধ্যে দুলাল গতকাল শনিবার সকাল পৌনে ১০টায় মারা মারা যায়। এ ঘটনায় পুলিশ ঘোন সাঘাটিয়া নয়াপাড়া গ্রামের রেশমা বেগম (২৫) ও নাজমা বেগম (৪০)কে গ্রেফতার করেছে। এ বিষয়ে গাবতলী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গাবতলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক
নতুনের মাতার নামাজে জানাযা সম্পন্ন
বগুড়া প্রতিনিধি :: বগুড়ার গাবতলী থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুনের মাতা মরহুমা খোদেজা বেগম (৭৫) বার্ধক্য জনিত কারনে গতশুক্রবার রাঁত ৯টা ৩০মিনিটে বগুড়া সামছুন নাহার ক্লিনিং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩পুত্র ও ১কন্যা’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শনিবার বাদযহর মরহুমা বালিয়াদিঘী কোলাকোপা গ্রামের কালেমাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাযায় অংশ নেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, বগুড়া জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাইন, সদর উপজেলা বিএনপি সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বিএনপিনেতা ডাঃ ছাবেদ আলী, পৌর মেয়র সাইফুল ইসলাম, আতোয়ার রহমান ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমুখ।
,