![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শনিবার ● ১৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় বন্যার পরিস্থিতি অবনতি
রাঙ্গুনিয়ায় বন্যার পরিস্থিতি অবনতি
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: টানা বর্ষন ও পাহাড়ী ঢলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে। ইউনিয়নের প্রতিটি রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। বাড়িঘর, পুকুর, ফসলের ক্ষেত, বীজতলা এখন পানির নিচে। এই অবস্থায় বন্যাদূর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সাবেক ছাত্রনেতা হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিরাজুল করিম বিপ্লব।
আজ শনিবার ১৩ জুলাই সারাদিন লালানগর ইউনিয়নে বন্যায় প্লাবিত বিভিন্ন গ্রাম পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।
উল্লেখ্য সাপ্তাহ জুড়ে টানা ভারী বর্ষনে রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়ক ডুবে যানবাহন ও সাধারণ জনগণের চলাচল ব্যাহত হচ্ছে। পাহাড়ী ঢলে পুকুর ডুবে মাছ ভেসে যাচ্ছে। এসব এলাকায় অন্তত ১২০ সড়কের ৮০ স্থান পানির ঢলে ধ্বসে পড়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লালানগর,রাজানগর,হোছনাবাদ,পদুয়া,শিলক,ইসলামপুর ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের প্রায় দেড়শত গ্রাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো. মাসুদুর রহমান জানান, তিনি বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে বন্যাদূর্গতদের খোঁজ খবর রাখছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের বন্যাদূর্গতদের পাশে থাকার আহ্বান জানান।