শনিবার ● ১৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাল থেকে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ
কাল থেকে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ
বিশ্বনাথ প্রতিনিধি :: জনগুরুত্বপূর্ণ বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বেহাল দশার কারণে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় আগামী কাল রবিবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচলা বন্ধ ঘোষণা করেছে পরিবহন শ্রমিকরা। সড়কটির জগন্নাথপুর উপজেলার অংশে অত্যান্ত নাজুক অবস্থা থাকার কারণে শ্রমিকরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
ইতিপূর্বে সড়কটি সংস্কারের জন্য স্থানীয় এমপি ও প্রশাসনকে শ্রমিকদের পক্ষ থেকে আহবান করা হয়েছে বলেও দাবি করেছেন শ্রমিকরা।
এব্যাপারে বিশ্বনাথ-জগন্নাথপুর-লামাকাজী-সিংঙ্গেরকাছ সড়ক শ্রমিক ফেডারেশনের সভাপতি ফজর আলী মেম্বার বলেন- সম্প্রতি সড়কের বিশ্বনাথ উপজেলা অংশে গর্ত ভরাট কাজ করা হলেও জগন্নাথপুর উপজেলার অংশে কোন সংস্কার কাজ হচ্ছে না। ফলে গর্তে ভরা সড়ক বৃষ্টির পানিতে পুকুরে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে বাস চলাচল করা অনেক ঝুকিপূর্ণ। তাই সাধারণ মানুষ ও শ্রমিকদের জীবনের নিরাপত্তার কারণে রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্ট কালের জন্য এই সড়কে বাস চলাচলা বন্ধ রাখার সিদ্ধান নেওয়া হয়েছে।
বিশ্বনাথে গরু চোর আটকে এলাকায় স্বস্তি
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার চিহিৃত গরু চোর ছইল মিয়া (৩০)’কে গ্রেফতার করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। গ্রেফতারকৃত ছইল মিয়া উপজেলার অলংকারী ইউনিয়নের সাবান টেংরা গামের আব্দুল মন্নানের পুত্র। সে এলাকায় একজন চিহিৃত গরু চোর হিসেবে পরিচিত। সম্প্রতি গরু চুরি বৃদ্ধি পাওয়ায় অতিষ্ট হয়ে উঠেন এলাকাবাসী। তাই ছইল মিয়াকে গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেন এলাকাবাসী। ফলে ছইল মিয়াকে গ্রেফতারের দাবি জানিয়ে অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ সহ ১৩৯জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ থানায় প্রদান করা হয়। এরপর গত ১০ জুলাই তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
থানায় প্রদানকৃত লিখিত অভিযোগে উল্লেখ করা হয়- অলংকারী ইউনিয়নের টেংরা এলাকায় গরু চুরি চরম ভাবে বৃদ্ধি পেয়েছে। কৃষকরা রাতে পাহারা দিয়েও নিজের শেষ সম্বল গরু চোরের হাত থেকে রক্ষা করতে পারতেছেন না। সম্প্রতি সাবান টেংরা গ্রামের সোহাগ মিয়ার ১টি ষাঢ়, একই গ্রামের লালু মিয়ার ১টি গরু, শামীম আহমদের ১টি গরু, আব্দুল মন্নানের ২টি গরু ও তাজুল ইসলামের ৩টি গরু সহ এলাকার বেশ কয়েকটি গরু চুরি হয়েছে। এসব গরু চুরির সাথে ছইল মিয়া জড়িত রয়েছে। তাই এলাকায় গরু চুরি বন্ধে ছইল মিয়া সহ সকল গরু চোরদেরকে গ্রেফতার ও চুরিকৃত গরুগুলো উদ্ধার করতে আইনগত ব্যবস্থা গ্রহনের এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়। এই অভিযোগের প্রেক্ষিতে গত ১০ জুলাই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ছইল মিয়াকে আটক করে থানা পুলিশ। আটকের পরদিন গত বৃহস্পতিবার চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্ম্বা।