রবিবার ● ১৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম-রাঙামাটি সড়কের চাঁদের গাড়ী যাত্রীদের ভরসা
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের চাঁদের গাড়ী যাত্রীদের ভরসা
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রাম-রাঙামাটি সড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় দু’পাল্লার যানবাহন বন্ধ হয়ে পড়েছে। যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তারা বিকল্প বাহন হিসাবে চাঁদের গাড়িতে করে নিজ নিজ গন্তব্য স্থানে পৌঁছাতে দেখা যায়। তবে তাদের দিতে হয় চড়া ভাড়া।
জানা যায়, সারা দেশে টানা ভারী বৃষ্টিপাত হলে রাউজানসহ পুরো চট্টগ্রামে বন্যা সৃষ্টি হয়। এছাড়া রাউজনে বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। ডাবুয়া খাল, সর্তা খাল ভাঙ্গেনর কবলে পড়লে উচু ও নিচু এলাকা প্লাবিত হয়। এলাকার বিভিন্ন এলাকার সড়ক গুলো পানির নিচে তলিয়ে যায়। প্রবল স্রোতে সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।