সোমবার ● ১৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরন
বিশ্বনাথে বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরন
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে বন্যার্তদের মানুষের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ ১৫ জুলাই সোমবার বিকেলে উপজেলার লামাকাজি ইউনিয়নের বন্যায় কবলিত কয়েকটি গ্রামে এ ত্রাণ বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম নুনু মিয়া বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে এ ত্রাণ বিতরণ করেন। এসময় তিনি লামাকাজি ইউনিয়নের বন্যার্তদের মাঝে ১০কেজি করে চাল, নগদ ২শত টাকা ও খাবার স্যালাইন বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী সঞ্চিত সরকার, উপজেলা পিআইও মাহবুব আলম শাওন ভ’ইয়া, থানার এসআই লিটন রায়, লামাকাজি ইউনিয়ন পরিষদের প্যাানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম, ইউপি সদস্য ফয়ছল আহমদ, হেলাল আহমদ, উপজেলা আ.লীগের সাবেক স্বাস্থ্য বিয়ক সম্পাদক ডাক্তার শানুর আহমদ, বর্তমান কমিটির যুগ্ম-সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, সিলেট মহানগর যুবলীগ নেতা সাফায়ত খান, উপজেলা যুবলীগ নেতা সায়েদ আহমদ, সেচ্ছাসেবক লীগ সিজিল আহমদ ও জহির উদ্দিন প্রমুখ।
বিশ্বনাথে আশুগঞ্জ স্কুল এন্ড কলেজ’র গভর্ণিং বডি’র নির্বাচন সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজ’র গভর্ণিং বডি’র নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনে ৬টি পদের জন্য ২টি প্যানেলে ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে সিরাজুল ইসলাম পীর প্যানেল ৬টি পদেই বিজয়ী হয়। অন্যদিকে আবদুস শহিদ বাদশা প্যানেল ৬টি পদে প্রতিদ্বন্দিতা করে ১টি পদে বিজয়ী হয়। নির্বাচনে নিজাম উদ্দিন ৩৫ ভোট পেয়ে ও ৩২ ভোট পেয়ে আনর আলী ‘অভিভাবক সদস্য (কলেজ)’ পদে নির্বাচিত হন, তাদের নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আকবর আলী ৩০ ভোট ও ফজির আলী ২৬ ভোট পান। জমির আলী ১৯৯ ভোট ও শাহাব উদ্দিন ১৮১ ভোট পেয়ে ‘অভিভাবক সদস্য (বিদ্যালয়)’ পদে নির্বাচিত হন, তাদের নিকটতম প্রতিদ্বন্দি লয়লুছ আলী ৯০ ভোট ও আবদুস শহিদ ৮৯ ভোট পান, ফখরুল ইসলাম ১১ ভোট পেয়ে দাতা সদস্য পদে নির্বাচিত হন। তার নিটকতম প্রতিদ্বন্ধি তবারক আলী ৯ ভোট পান। রেশমা বেগম ২৩১ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্ধি দ্বিতীয়া বেগম ১১৮ ভোট পান। প্রতিদ্বন্দি কোন প্রার্থী না থাকায় ‘শিক্ষক সদস্য পদে’ হাফিজুর রহমান, সাফিয়া বেগম এবং নিলীমা তালুকদার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের প্রিজাইটিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের মাধ্যমে ‘আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজ’র গভর্ণিং বডি’র নির্বাচন সম্পন্ন হয়েছে।