সোমবার ● ১৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » কৃষি » চাটমোহরে বৃক্ষ মেলা উদ্বোধন
চাটমোহরে বৃক্ষ মেলা উদ্বোধন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ঐতিহাসিক বালুচর খেলার মাঠে ৫দিন ব্যাপী ‘ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জুলাই সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন পাবনা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন- আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, ভাইস চেয়ারম্যান মো. ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোছাঃ ফিরোজা পারভীন।
বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার হাসান রশীদ হোসাইনী। আমন্ত্রিত অতিথি’র বক্তব্য দেন- থানা অফিসার ইনচার্জ সেখ মো. নাসীর উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নাজিম উদ্দিন মিয়া, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন, দৈনিক চলনবিল পত্রিকা সম্পাদক রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল ও উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান মোন্নাফ প্রমূখ।
মেলায় ৩০টি স্টলে ফলজ, বনজ, ঔষধি গাছের চারার সমাবেশ ঘটেছে।